ঘুম থেকে উঠে পিঠে ব্যথা?

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকার সিনিয়র কনসালট্যান্ট হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন ডা. মো. জিয়া উদ্দিন

জিজ্ঞাসা: আমার বয়স ২৪ বছর। বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে ঘুম থেকে উঠে পিঠে ব্যথা অনুভব করছি। এই ব্যথা কিছু সময় পর আর থাকে না। বিছানা পরিবর্তন করার পরও কোনো উন্নতি দেখছি না। এ সমস্যার সমাধান চাই।

ঈশা

মডেল: নীল

পরামর্শ: কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আপনার বিবরণ শুনে মনে হচ্ছে, ব্যথাটা বড় ধরনের কোনো অসুখ থেকে সৃষ্ট নয়। কিছু অভ্যাসগত কারণে এটি হতে পারে। যেমন বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করা, মুঠোফোন ব্যবহার করা কিংবা বেশি উঁচু বালিশ বা খুব নিচু বালিশে ঘুমানো। এ বিষয়গুলো খেয়াল রাখবেন। আর ঘাড় বা পিঠের মাংসপেশি শক্ত করার জন্য কিছু ব্যায়াম আছে, সেগুলো অনুশীলন করবেন। তবে মূল সমস্যা নির্ণয়ের জন্য একজন অর্থোপেডিক সার্জন দেখিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ডাকযোগে: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ ই–মেইল: adhuna@prothomalo.com (সাবজেক্ট হিসেবে লিখুন: স্বাস্থ্য জিজ্ঞাসা) ফেসবুক পেজ: fb.com/Proadhuna