২৮ দেশের ১০০ শিল্পী যেভাবে একটি শহরের দেয়ালগুলো বদলে ফেললেন

কসোভোর রাজধানী প্রিস্টিনাকে লোকে কংক্রিটের শহর হিসেবেই চেনে। তবে বিশ্বের নানা প্রান্তের গ্রাফিতি শিল্পীদের সহায়তা নিয়ে এই শহরের ধূসর চেহারা বদলে ফেলার চেষ্টা করছে মিটিং অব স্টাইলস নামে একটি অলাভজনক সংস্থা। গত ৩ বছর ধরে ২৮টি দেশের ১০০ জন শিল্পী প্রিস্টিনার দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন। সব মিলিয়ে গ্রাফিতির আয়তন ২ হাজার বর্গমিটার। কিছু গ্রাফিতি দেখে নেওয়া যাক ছবিতে।

গ্রাফিতি আঁকার এই আয়োজনকে বলা হচ্ছে ‘মিটিং অব স্টাইলস গ্রাফিতি উৎসব’।
ছবি: রয়টার্স
গ্রাফিতি আঁকছেন লাইন গুইলড নামে এক শিল্পী
দূর দুরান্ত থেকে শিল্পীরা এসেছেন ম্যুরাল, ছবি আঁকতে।
শহরের অবহেলিত জায়গাগুলোর চেহারা বদলে গেছে এসব গ্রাফিতির সুবাদে
কসোভোর সরকারও এসব গ্রাফিতির কাজে সহায়তার আশ্বাস দিয়েছে।
কলম্বোর শিল্পী হুলিয়ান সান্তামারিয়া তাঁর আঁকা গ্রাফিতির সামনে
ডিজি নামের এই গ্রাফিতি শিল্পী এসেছেন গ্রিস থেকে