কসোভোর রাজধানী প্রিস্টিনাকে লোকে কংক্রিটের শহর হিসেবেই চেনে। তবে বিশ্বের নানা প্রান্তের গ্রাফিতি শিল্পীদের সহায়তা নিয়ে এই শহরের ধূসর চেহারা বদলে ফেলার চেষ্টা করছে মিটিং অব স্টাইলস নামে একটি অলাভজনক সংস্থা। গত ৩ বছর ধরে ২৮টি দেশের ১০০ জন শিল্পী প্রিস্টিনার দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন। সব মিলিয়ে গ্রাফিতির আয়তন ২ হাজার বর্গমিটার। কিছু গ্রাফিতি দেখে নেওয়া যাক ছবিতে।