স্বপ্ন নিয়ে এই ১৩টি আশ্চর্য তথ্য জানতেন

স্বপ্ন নিয়ে মানুষের আগ্রহ চিরন্তন। স্বপ্নে আপনি কী দেখেন, তার অনেক কিছুরই উৎস আপনার বাস্তব জীবন। আবার অনেক সময় স্বপ্নে আপনি এমন কিছু দেখেন, যা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। চট করে জেনে নেওয়া যাক, স্বপ্ন নিয়ে কিছু অজানা আর আশ্চর্য তথ্য।

১. যখন আপনি স্বপ্নে কাউকে দেখেন, এর মানে আপনি ওই মানুষটিকে মিস করছেন অথবা সেই মানুষটিকে আপনি ভালোবাসেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, ঘুরেফিরে সে আপনার স্বপ্নে আসে।

২. স্বপ্নে আপনি কখনো এমন কাউকে দেখেন না, যাঁকে জীবনে দেখেননি। স্বপ্নে দেখা প্রত্যেক মানুষকে আপনি কখনো না কখনো দেখেছেন।

ঘড়ি এবং সময় কোনোটিই আমরা স্বপ্নে দেখি না

৩. আপনি কি কখনো খেয়াল করেছেন, স্বপ্নে আপনি পড়তে পারেন না। ঘড়িতে সময়ও দেখেন না। এমনকি স্বপ্নে আপনি কখনো ঘড়িই দেখেন না!

৪. আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক সময় স্বপ্নের সঙ্গে বাস্তবের সমন্বয় হয়ে যায়। এই যেমন আপনি একটা স্বপ্ন দেখছেন, অ্যালার্ম ঘড়ি বাজছে, জেগে দেখলেন বাস্তবেও অ্যালার্ম ঘড়িটা বাজছে। আসলে বাস্তবে চলমান ঘটনাকে স্বপ্ন সমন্বয় করে নিয়েছে। একে বলে ‘ড্রিম ইনকরপোরেশন’।

৫. একই স্বপ্ন বারবার ঘুরেফিরে দেখতে থাকেন? একে বলে ‘রিকারিং ড্রিম’। এটি তখনই বেশি ঘটে, যখন কোনো কিছু নিয়ে আপনি মানসিক চাপে থাকেন। এ ছাড়া দুশ্চিন্তাগ্রস্ত ও মানসিক চাপে থাকলে সাধারণত আপনি বাজে স্বপ্ন দেখেন।

৬. কিছু মানুষ দাবি করেন যে তাঁরা একই স্বপ্ন দেখেছেন বা বাস্তবে দুটি মানুষের দেখা হওয়ার আগে তাঁরা স্বপ্নে একজন আরেকজনকে দেখেছেন, পরিচয় হয়েছেন। এমন ঘটনাকে বলে ‘শেয়ার্ড ড্রিম’।

৭. আবার দেখা যায়, স্বপ্নে যা দেখেছেন, পরে তা হুবহু ঘটেছে বা স্বপ্নের ভেতর কোনো অজানা সত্য উদ্‌ঘাটিত হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে স্বপ্ন গবেষকদের ভেতর বিতর্ক রয়েছে। তবে এমন কেস স্টাডি আছে। আর স্বপ্নবিশারদেরা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

অনেক সময় স্বপ্নকে নিয়ন্ত্রণ করা যায়

৮. অন্ধরাও স্বপ্ন দেখেন। তবে বাস্তবে তাঁরা যেমন ভিজ্যুয়াল দেখেন না, স্বপ্নেও দেখেন না। তবে স্বপ্নেও বাস্তবের মতো শোনেন, স্পর্শ করেন, স্বাদ ও ঘ্রাণ পান।

৯. নারী ও পুরুষের স্বপ্ন দেখার মধ্যে কিছু ভিন্নতা আছে, যেমন পুরুষ স্বপ্নে যত পুরুষকে দেখে, নারী দেখে তার অর্ধেক। অন্যদিকে নারী স্বপ্নে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে দেখে।

১০. ১২ শতাংশ মানুষ স্বপ্নে কেবল সাদা আর কালো রং দেখেন।

১১. প্রত্যেক মানুষ দিনে গড়ে চার থেকে ছয়বার স্বপ্ন দেখেন।

১২. মানুষ অনেক সময় সচেতনভাবে স্বপ্ন দেখে। মানে, স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। তখন তারা স্বপ্নকে নিয়ন্ত্রণও করতে পারে।

১৩. স্বপ্ন সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে।

সূত্র: ড্রিম রিসার্চ ইনস্টিটিউট ও সাইকো টিপসের ইনস্টাগ্রাম হ্যান্ড