বাংলাদেশ দলে সবচেয়ে ভালো চা বানান কে? রজনীকান্ত আর শাহরুখের ভক্তই–বা কে কে?

ভিডিওতে খোশ মেজাজে ক্রিকেটাররা
ছবি: ভিডিও থেকে নেওয়া

আইসিসির ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিওটি শনিবার আইসিসি মিডিয়া ডেতে অংশ নেওয়ার সময় ধারণ করা হয়েছে। ভিডিওর শুরুতে নাসুম আহমেদকে বলতে শোনা গেল, ভীষণ টেনশনে আছেন তিনি। স্বাভাবিকভাবেই মনে হতে পারে এটা বিশ্বকাপে পারফর্ম করার চাপ। তবে পরক্ষণেই জানালেন, তিনি টেনশনে আছেন। কেননা তিনি এখন জার্নালিস্টের ভূমিকায়! প্রথমেই তাঁর খপ্পরে পড়েন মেহেদী হাসান মিরাজ। তাঁর ‘ইংরেজি’ শুনতে ছুটে আসেন সহ–অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর শরিফুল ইসলামকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ‘রজনীকান্তের ফ্যান’ হিসেবে পরিচয় করিয়ে দেন নাসুম।

রজনীকান্তের ভক্ত শরিফুল ইসলাম

এরপর নাসুম যান ‘টি লাভার বিগ ব্রাদার’ মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। তখন নাসুম জানান, তিনিও মাহমুদউল্লাহকে চা বানিয়ে খাওয়ান। মাহমুদউল্লাহও সমর্থন জানিয়ে বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ও চা খুবই ভালো বানায়। ওর চা যে কারও চা থেকে ভালো, যেকোনো চা থেকে ভালো।’ মাহমুদউল্লাহ আরও জানান, ভারত তাঁর কাছে ‘সেকেন্ড হোম’। কেননা সেখানকার বাটার চিকেন তাঁর খুব প্রিয়। আর ভালো চা পাওয়া যায়।

চা খেতে ভালোবাসেন মাহমুদউল্লাহ রিয়াদ

নাসুম এরপর তাসকিন আহমেদের কাছে জানতে চান, শাহরুখ খানের গান শোনেন কি না। তাসকিন জানান, শাহরুখের তিনি বড় ভক্ত।

শাহরুখের ভক্ত তাসকিন আহমেদ

এই ভিডিও ভক্তরা দারুণ পছন্দ করেছেন। ‘লাইক’ পড়েছে ২ লাখ ৮৬ হাজার। আর মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেটের প্রায় ছয় হাজার ভক্ত। প্রায় সবই শুভকামনা। যে মন্তব্য সবচেয়ে বেশি করা হয়েছে, তা হলো, ‘বেস্ট অব লাক।’

ক্রিকেটার নাসুম আহমেদ

আইসিসির অন্য একটি ভিডিওতে এর আগে বাংলাদেশ দলের তিন খেলোয়াড়ের কাছে তাঁদের প্রিয় খাবার নিয়ে জানতে চাওয়া হয়। সেখানে সাকিব জানান, ভারতে তাঁর প্রিয় খাবার হলো ছাগল বা ভেড়ার মাংস দিয়ে রান্না করা একধরনের বিশেষ কাশ্মীরি খাবার, রোগান জোশ। অন্যদিকে তাসকিন আবার বিরিয়ানি খেতে ভালোবাসেন। আর মাহমুদউল্লাহর পছন্দের খাবারের কথা তো আগেই উল্লেখ করা হয়েছে। কেবল বাংলাদেশি ক্রিকেটারদের কাছে নয়, লঙ্কান তিন খেলোয়াড়ও জানিয়েছেন তাঁদের পছন্দের ভারতীয় খাবারের কথা। এদিকে আরেক ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটারদের ভোট নিয়ে হায়দরাবাদের বিরিয়ানি আর করাচির বিরিয়ানির মধ্যে রীতিমতো যুদ্ধ বাধিয়ে দিয়েছে আইসিসি!