বাসে উঠলে এই ২০ টিপস মেনে চলুন

বাংলাদেশে গণপরিবহনগুলোর মধ্যে বাস একটি বহুল ব্যবহৃত যান। বাসে যাত্রা করার সময় আপনি অন্য অনেকের সঙ্গে ভ্রমণ করছেন। তাই যাত্রার এই সময়টুকুতে ভদ্রতা বজায় রেখে চলা জরুরি। বাসের মধ্যে সম্মানজনক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাত্রী হিসেবে নিচের আদবগুলো মেনে চলা আমাদের কর্তব্য।

বাসের দরজা আটকে দাঁড়িয়ে থাকা ঠিক না। প্রতীকী এই ছবিতে মডেল হয়েছেন রিয়াদ
ছবি: অধুনা

১. বয়োজ্যেষ্ঠ এবং প্রতিবন্ধীদের বাসে উঠতে ও নামতে অগ্রাধিকার দিন। তাঁরা দাঁড়িয়ে থাকলে সিট ছেড়ে দেওয়াটা ভদ্রতা। তাঁরা বসতে না চাইলেও অন্তত প্রস্তাব দিন।

২. বাসে উঠে মুঠোফোনে কথা বলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। একান্তই বলতে হলে যতটুকু সম্ভব সংক্ষেপে ও নিচু স্বরে বলার চেষ্টা করুন।

৩. নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসনে অন্য কারও বসে থাকাটা একধরনের অভদ্রতা। সেই সঙ্গে নিন্দনীয়। এই আসনগুলো খালি থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া বসা উচিত নয়।

৪. বাসে চলাচলের সময় ফোন বা অন্য কোনো মাধ্যমে উচ্চ ভলিউমে গান ছেড়ে রাখবেন না। এমনকি হেডফোন ব্যবহার করলেও শব্দ এমন পর্যায়ে রাখা উচিত, যেন তা পাশের যাত্রীর কান পর্যন্ত না যায়।

৫. বাসে কাশি বা হাঁচি দেওয়ার সময় অবশ্যই মুখে হাত দেওয়া উচিত। মাস্ক পরে থাকলে বেশি ভালো।

৬. ভাড়া বা অন্য যেকোনো বিষয়ে হেলপার বা কন্ডাক্টরের সঙ্গে যাত্রীর বাগ্‌বিতণ্ডা বাংলাদেশের গণপরিবহনের একটি অতি পরিচিত দৃশ্য। যেকোনো সমস্যায় যুক্তিসহকারে কথা বলার চেষ্টা করুন। এসব বিষয়ে পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে সমাধান করা উচিত।

৭. বড় বাসে সিট হেলানোর সুযোগ থাকলেও এমনভাবে হেলাবেন না, যাতে পেছনের যাত্রীর অসুবিধা হয়। সিট বাঁকানোর আগে পেছনের যাত্রীকে অবহিত করে নেওয়া ভালো।

৮. নগর বা মহানগরের মিনিবাসগুলোর অধিকাংশ জানালা দুজন যাত্রীকে (সামনে ও পেছনে) ভাগাভাগি করতে হয়। অবশ্যই নিজের অংশ পুরোটা খুলে রেখে সামনের বা পেছনের যাত্রীর জানালা বন্ধ করে দেবেন না। কার অংশ কতটুকু খোলা থাকবে, তা প্রয়োজনে সমঝোতার মাধ্যমে সমন্বয় করে নিন।

৯. বিপরীত লিঙ্গের সহযাত্রীর সঙ্গে এমন কোনো আচরণ করবেন না, যা তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। কোনো কটুকথা বলার আগে ভেবে দেখুন।

১০. প্রায়ই আমরা পাশের যাত্রীর হাতে থাকা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এটি করবেন না। এটি অভদ্রতা।

১১. বাসের সিটে ময়লা বা কফ–থুতু মুছবেন না। অনেক যাত্রী বাইরে না তাকিয়েই বাসের জানালা দিয়ে থুতু বা আবর্জনা ফেলেন। এটি করবেন না।

১২. কোনো প্যাকেট, পানির বোতল, ফলের খোসা ইত্যাদি বাইরে না ফেলে নিজের সঙ্গে থাকা ব্যাগে জমিয়ে রাখুন। নামার পর ডাস্টবিনে ফেলুন।

১৩. দূরের যাত্রার ক্ষেত্রে পথে যাত্রাবিরতি দিলে নির্ধারিত সময়ের মধ্যে বাসে ফিরে আসার চেষ্টা করুন। অন্যের সময় অপচয়ের কারণ হবেন না।

১৪. বাসে দাঁড়িয়ে ভ্রমণ করলে কিছু একটা ধরে শক্তভাবে দাঁড়ানো উচিত। নাহলে গাড়ি ব্রেক কষলে অন্য যাত্রীর ওপর পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

১৫. একান্ত প্রয়োজন ছাড়া বাসে খাওয়াদাওয়া না করাই ভালো।

১৬. বাসের দরজা আটকে দাঁড়িয়ে থাকবেন না। অন্য যাত্রীদের নামতে ও উঠতে অসুবিধা হয়।

১৭. আগে নামতে দিন, পরে উঠুন।

১৮. আপনার কাছে বড় ব্যাগ বা বেশি মালামাল থাকলে অবশ্যই তা বাসের কেবিনে রাখুন। কেবিন না থাকলে ভেতরে একপাশে এমনভাবে রাখুন, যেন অন্যদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করে।

১৯. দিনের যাত্রায় বাসে না ঘুমানোই ভালো।

২০. আপনার গন্তব্যের কাছাকাছি এলেই সিট ছেড়ে নামার প্রস্তুতি নিন। অযথা দেরি করে অন্যের বিরক্তির কারণ হবেন না।

লেখক: সহকারী পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ