তাহসান ছবি পোস্ট করে লিখলেন, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

রোজা আহমেদের সঙ্গে তাহসান খান
ছবি: তাহসান খানের ফেসবুক পেজ থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। এবার তাহসান নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে তারই সত্যতা নিশ্চিত করলেন যেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি ছড়িয়ে পড়ে

যদিও আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান প্রথম আলোকে বলেছিলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’