দক্ষিণ কোরীয় অভিনেতা লি সান কিয়োন সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন কোরীয় তারকারা। ৪৮ বছর বয়সী, সিনেমা দুনিয়ায় আলোড়ন ফেলা অস্কারজয়ী ‘প্যারাসাইট’ অভিনেতা লি সান কিয়োনও তার ব্যতিক্রম নন। হঠাৎ করেই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এলেন মৃত্যুর সংবাদ হয়ে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রাণকেন্দ্রের একটি পার্কের পাশে থাকা গাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ‘সুইসাইড’ নোট লিখেছিলেন দুই পুত্রের এই বাবা। মাদক, পরকীয়া, দেনায় জর্জরিত হয়ে মারা যাওয়া এই অভিনেতার ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে।

হাইস্কুলে পড়ার সময় বাস্কেটবল খেলোয়াড় হিসেবে নামডাক ছিল লি সান কিয়োনের। তখন দিনে ১২ ঘণ্টা করে বাস্কেটবল খেলতেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
লি সান কিয়োন যখন হাইস্কুলে পড়তেন, তখন স্কুলের সাংস্কৃতির অনুষ্ঠানের নাটকে এক বড়ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার জায়গায় অভিনয় করেন লি। স্টেজের ওই সময়টুকু লি সান কিয়োনের কাছে মনে হলো ‘ম্যাজিক্যাল’। এরপর তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়তে মনোযোগী হন
অভিনয়কে পেশা হিসেবে নেবার জন্য ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার লি সান কিয়োন ভর্তি হন কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসে। অভিনয়ের সঙ্গে ভালোবাসতেন মিউজিক। সেইসময় রেডিওতে একাধিক শোয়ের প্রযোজক হিসেবে কাজ করতেন লি (ছবিতে মাঝখানে)
নব্বইয়ের দশকের শেষ থেকেই অভিনেতা হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। ২০০০ সালের পর থেকে এক দশকে তিনি নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন
তবে পরবর্তী দশকে আন্তর্জঅতিকভাবে বিশ্বের সবচেয়ে নামকরা চলচ্চিত্র উৎসবগুলোতে নিজেকে চিনিয়েছেন, এসেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। ২০২২ সালের নভেম্বরে এভাবেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৫০তম অ্যামি অ্যাওয়ার্ডের লাল গালিচায় হাজির হন লি সান কিয়োন
৭২তম কান চলচ্চিত্র উৎসবের ফটোকলে লি সান /কিয়োন। হাসিমুখের এই ছবিটি এখন কেবলই স্মৃতি!
২০০৯ সালে ২৩ মে, ৩৪ বছর বয়সে তিনি বিয়ে করেন ৭ বছরের প্রেমিকা, আরেক অভিনয়শিল্পী জিয়োন হেই–জিনকে। জিয়োন তখন অন্তঃসত্ত্বা
একই বছরের নভেম্বরে জন্ম নেয় নি–জিয়োন দম্পতির প্রথম সন্তান, লি রক। ২০১১ সালের আগস্টে জন্ম নেয় ছোট পুত্র, লি রুন
মহামারিকালের পর থেকেই মাদকাসক্তির কারণে আলোচনায় আসেন লি সান কিয়েন। নিষিদ্ধ ড্রাগ নেবার জন্য। গত ২৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচিনের পুলিশ স্টেশনে তাঁকে ধরে আনা হয়, অবৈধ মাদক সেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। মৃত্যুর চার দিন আগের এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে বিপর্যস্ত। এই ছবিটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল
একাধিকবার তাঁকে পুলিশী জেরার সম্মুখীন হতে হয়। সেইসঙ্গে পরকীয়া আর দেনার বিষয়টিও মিডিয়ায় চলে আসে! এই গাড়িতেই মারা যান সি
মাদকাসক্তির কারণে ক্যারিয়ারেও মন দিতে পারছিলেন না। জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। সেখানে ব্লাকমেইলের শিকার হয়ে ধার করেন ২ লাখ ৭০ হাজার ডলার
মাদকের প্রতি আসক্তি থেকে শারীরিক ও মানসিক ফিটনেস হারানোয় একাধিক সিরিজ ও সিনেমা থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়। বছরের পর বছর কোন কাজ পাচ্ছিলেন না
এই অভিনেতার সম্পদের পরিমাণ আনুমানিক ৫০ লাখ ডলার বা ৫৫ কোটি টাকা (২০২২ সালের আগস্টের হিসাব)। ছবিতে ২০১৯ সালে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের ফটোকলে লি সান কিয়োন
হতাশা ভোলার জন্য আরও বেশি করে ডুবেছিলেন নেশায়। ক্যারিয়ারের সবচেয়ে ভালো দিনগুলো দেখার পর নিজের এরকম ভরাডুবি স্বাভাবিকভাবেই তাঁকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ফেলেছিল। এজন্য গত কয়েক বছর ধরে ভুগছিলেন ভীষণ বিষণ্নতায়

সূত্র: বিবিসি, রয়টার্স, বায়োগ্রাফি মাস্ক ও  ইয়োনহ্যাপ