ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন কোরীয় তারকারা। ৪৮ বছর বয়সী, সিনেমা দুনিয়ায় আলোড়ন ফেলা অস্কারজয়ী ‘প্যারাসাইট’ অভিনেতা লি সান কিয়োনও তার ব্যতিক্রম নন। হঠাৎ করেই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এলেন মৃত্যুর সংবাদ হয়ে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রাণকেন্দ্রের একটি পার্কের পাশে থাকা গাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ‘সুইসাইড’ নোট লিখেছিলেন দুই পুত্রের এই বাবা। মাদক, পরকীয়া, দেনায় জর্জরিত হয়ে মারা যাওয়া এই অভিনেতার ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে।
সূত্র: বিবিসি, রয়টার্স, বায়োগ্রাফি মাস্ক ও ইয়োনহ্যাপ