
বিভিন্ন উপকরণে তৈরি নানান ধরনের আসবাব থাকে আমাদের ঘরে। কোনোটা কাঠের, কোনোটা তৈরি হয় ফাইবার, কৃত্রিম কাঠ বা রট আয়রন ইত্যাদি দিয়ে। এসবের কোনোটা রং করা হয়, কোনোটা মোড়ানো হয় কাপড়, গদি ও চামড়া দিয়ে। আসবাব যে ধরনেরই হোক না কেন, টেকসই ও সুন্দর রাখতে চাই যত্ন। তবে সব আসবাবের যত্ন কি একই রকম? বিশেষজ্ঞরা বলেন, আসবাবের যত্ন নেওয়া উচিত ধরন বুঝে। তাহলেই বছরের পর বছর আসবাব থাকবে সুন্দর, হবে দীর্ঘস্থায়ী। জেনে রাখুন কোন আসবাবের যত্নে কী করবেন।
এ ধরনের আসবাব প্রতিদিন পরিষ্কার করা ভালো। শুকনা কাপড়ে ধুলা মুছে আবার ভেজা কাপড় দিয়ে মোছা জরুরি। অল্প জায়গার রং উঠে গেলে নতুন করে রং করে নেওয়া, আঠা দিয়ে নষ্ট হয়ে যাওয়া অংশ ঠিক করা বা অয়েল পলিশ করে এসবের রং উজ্জ্বল করতে হবে।
কাঠের আসবাবে বার্নিশ থাকবেই। তাই এ ধরনের আসবাব মোছার সময় পানি ব্যবহার করা যাবে না, এতে বার্নিশ উঠে যাবে। তাই শুকনা কাপড় দিয়ে ওপরের ময়লা তুলে অয়েল বা ওয়াক্স লিকুইড ব্যবহার করুন।
চামড়ায় মোড়া আসবাব একটু অনিয়মেই নষ্ট হয়ে যায়। চামড়া শুকিয়ে ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। এ কারণে সরাসরি রোদের আলো বা তাপ পায়, এমন জায়গায় রাখবেন না। বিশেষভাবে পরিষ্কারের জন্য ১–৪ কাপ সাদা ভিনেগারের সঙ্গে ১–২ কাপ পানি মিশিয়ে পাতলা কাপড়ের সাহায্যে পরিষ্কার করুন। এরপর চামড়ার জন্য বিশেষ সাবান দিয়ে আবার পরিষ্কার করা এবং শেষে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। চামড়া পলিশ করার জন্য বিশেষ উপকরণ ব্যবহার করতে পারেন।
গদির আসবাবে গদির ওপরে কাপড়ও মোড়ানো থাকে। এই কাপড় হতে পারে বিভিন্ন ধরন ও রঙের। এ ধরনের আসবাব সূর্যের আলো সরাসরি আসে, এমন জায়গা থেকে একেবারেই দূরে রাখা উচিত। কারণ, কাপড়ের রং ফ্যাকাশে হয়ে যায়। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পারলে প্রতিদিন পরিষ্কার রাখুন। সোফা, চেয়ারে কুশন ও কভার মাঝেমধ্যে উল্টে দিন, যেন দুই পাশই সমানভাবে ব্যবহার হয়।
বাঁশ–বেত ছাড়াও গোলপাতা, হোগলার মতো এমন অনেক প্রাকৃতিক উপকরণে আসবাবও আমরা ব্যবহার করি। এ ধরনের আসবাব সহজেই শুষ্ক হয়ে যায়। তাই সরাসরি রোদের আলো ও তাপে রাখা যাবে না। প্রতিদিন ধুলা পরিষ্কার ও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফাঁকে ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করুন। এ ধরনের আসবাবের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে হালকা গরম পানিতে ভেজালে বা স্প্রে করলে সুফল মেলে।
সূত্র: গুড হাউসকিপিং