ঈদের ছুটি শেষ হয়ে আসছেে। আজকের দিনটিকে অসাধারণ একটা দিন করে তুলতে পারেন। এমন কিছু একটা করুন, যাতে চমকে যান আপনার জীবনসঙ্গী বা প্রিয়জন।
তাঁর জন্য ‘বিশেষ’ একটা পানীয় তৈরি করতে পারেন। চা, কফি, ফলের রস, যা তাঁর পছন্দ। পরিবেশন করুন চমৎকারভাবে। আপনিও হাতে নিন পানীয়। পাশে বসে তাঁকে ধন্যবাদ দিন আপনার পাশে থাকার জন্য।
তাঁর পছন্দের কাজে আপনিও আজ কিছুটা সময় দিন। তিনি হয়তো নির্দিষ্ট কোনো ধরনের ‘অডিও ক্লিপ’ শুনতে পছন্দ করেন, যা আপনার পছন্দ নয়। আজ না হয় আপনিও সেটিই শুনলেন তাঁর সঙ্গে।
তাঁকে ফুল দিতে পারেন আজ। নিজ হাতে কার্ডও বানিয়ে দিতে পারেন। ছোটখাটো অন্য কোনো উপহারও দিতে পারেন। খুব দামি কিছু কিনে দিতে হবে, এমন কোনো কথা নেই। ঘরেই বানাতে পারেন ছোট কিন্তু সুন্দর কোনো জিনিস। এমন কিছু দেবেন, যা তাঁর পছন্দ। অর্থাৎ, যে উপহারে বোঝা যায় যে আপনি তাঁর কথা বিশেষভাবে ভাবেন বলেই এমন উপহার বেছে নিয়েছেন। এমন কিছুও দিতে পারেন, যা তিনি অনেক দিন ধরে খুঁজছেন।
আপনাদের মধ্যে প্রথম কে, কবে ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন, মনে আছে নিশ্চয়ই? সেই দিনের আবহ সৃষ্টি করতে পারেন আজ। বাড়িতে কিংবা রেস্তোরাঁয় এই আয়োজন হতে পারে। এমনিতেও তাঁকে চমকে দিতে ‘সারপ্রাইজ পার্টি’র আয়োজন করতে পারেন। বাড়িতেই তাঁর পছন্দের খাবার রান্না করতে পারেন নিজ হাতে। বিনা পরিকল্পনায় আজ তাঁকে সঙ্গে নিয়ে বাইরেও যেতে পারেন। তবে ‘সারপ্রাইজ পার্টি’ আয়োজনের আগে জেনে নিন, ওই সময় তাঁর অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি না।
ঘরের কোথাও সঙ্গীর জন্য চিরকুট রাখতে পারেন। চিরকুট আয়নায় আটকে দিতে পারেন কিংবা এমন কোথাও রেখে দিতে পারেন, যা তাঁর চোখে পড়বে। ছন্দ দিয়েও প্রকাশ করতে পারেন ভালোবাসার কথা। তাঁর কোনো দারুণ গুণের কথা উল্লেখ করতে পারেন চিরকুটে। খানিকটা মজাও করতে পারেন চিরকুট লিখে।
সূত্র: ভেরিওয়েলমাইন্ড