তরুণদের অনুপ্রাণিত করতে আসছে ‘রাইজ অ্যাবাভ অল ২০২৪’

অনুষ্ঠানের পোস্টার
অনুষ্ঠানের পোস্টার

অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’। ডন সামদানি ফ্যাসিলিটেশনের আয়োজনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হবে ১৬ নভেম্বর। শিক্ষার্থী, তরুণ পেশাদার ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং তাঁদের দক্ষতা বাড়াতে সাহায্য করাই এ আয়োজনের উদ্দেশ্য।
এ বছর মূল বক্তাদের মধ্যে থাকছেন টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, গ্রামীণ ডানোন-শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, প্রথম আলোর প্রধান ডিজিটাল বিজনেস কর্মকর্তা জাবেদ সুলতান, স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরিফ জাহির, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ পরিচালক সৈয়দা দুরদানা কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান, আভিভা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোস্তাফিজুজ্জামান, ইশোর ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিইও সাজ্জাদ রহিম চৌধুরী, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন ও হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, অভিনেত্রী সাফা কবির, অভিনেতা সিয়াম আহমেদ ও আমিরার ব্যবস্থাপনা পরিচালক জাইনাব মাকসুদ।

বক্তৃতা ছাড়াও থাকবে আলোচনা অনুষ্ঠান, ‘শার্ক ট্যাংক লাইভ সেশন’, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিমকে নিয়ে একটি বিশেষ পর্ব, টু সেন্টস পডকাস্টের লাইভ সেশন, বিডি জবসের ক্যারিয়ার সেশন, আমিরার ফ্যাশন শো, মিনার রহমানের গানসহ নানা আয়োজন।
এ আয়োজনের সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো ডটকম। টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করতে হবে এই লিংকে