যেখানে বিড়ালের সঙ্গে কাটবে সুন্দর সময়

যাঁরা পোষা প্রাণী ভালোবাসেন, তাঁদের জন্য এই শহরেই আছে সুন্দর একটা জায়গা। যেখানে আপনার প্রিয় পোষ্যকে নিয়ে কাটাতে পারবেন সুন্দর একটা সময়। বনানীর যাত্রা বিরতিতে বিড়ালদের সঙ্গে কাটবে আপনার সুন্দর কিছু মুহূর্ত। এখানকার বিড়ালগুলো বেশ স্টাইলিশ, সুন্দর সুন্দর কাপড়ের অনুষঙ্গ দিয়ে সাজানো। একদিন এই বিড়ালদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে এলেন অগ্নিলা আহমেদ।

যাত্রা বিরতি পরিবারের সবচেয়ে ছোট সদস্য ভৈরবী।
ছবি: অগ্নিলা আহমেদ
চম্পার ইনস্টাগ্রামে অনুসারী সবচেয়ে বেশি।
হিমু বিশেষ স্নেহের মালিক।
এখানকার পরিবেশ বিলাসীর খুব প্রিয়।
বিড়ালকে সাজিয়ে দিচ্ছেন যাত্রা বিরতির একজন স্টাফ।
টাই রিং বিরিংয়ের সঙ্গে খেলা করছে এক গ্রাহক
টাই রিং বিরিং, সে সবার আদর কাড়ে