ক্লোজআপ কাছে আসার গল্প ‘সময় সব জানে’–তে অভিনয় বদলে দিয়েছে তাঁর জীবনের গল্প। চরকির ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’–তে তিনি নজর কেড়েছেন দর্শকের। এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাশ্বত দত্ত। বিয়ে করলেন ৭ ডিসেম্বর। কনে সুপ্রিয়া ঘোষ। বিয়ের আনুষ্ঠানিকতা তাঁরা সেরেছেন বরিশালের একটি কমিউনিটি সেন্টারে। দেখুন তাঁদের বিয়ের ছবি...