কচুরিপানা দিয়ে যেভাবে বানায় পণ্য

কচুরিপানা থেকে তৈরি হচ্ছে টব, ফুলদানি, পাটি, ট্রে, ফলঝুড়ি, ডিম রাখার পাত্র, পাপোশ, মোড়া, টুপি, আয়নার ফ্রেম, ডাইনিং টেবিলের ম্যাটসহ ২০ ধরনের পণ্য।পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের জয়তুন খাতুন-রফিকুল ইসলাম দম্পতির উদ্যোগে গড়ে তোলা এমনই এক কুটিরশিল্পের কিছু ছবি নিয়ে আমাদের আজকের ছবির গল্প। ছবি- হাসান মাহমুদ 

নদী থেকে তোলা হচ্ছে কচুরিপানা।
রোদে শুকানো হচ্ছে কাঁচা কচুরিপানা।
কেনার আগে ওজন করা হচ্ছে শুকানো কচুরিপানা।
কেনার পর স্তূপ করে ঢেকে রাখা হয় শুকনা কচুরিপানা।
বাছাইয়ের কাজ করছেন এক নারী।
বাছাই করা কচুরিপানা দিয়ে গাঁথা হয় বেণি।
কচুরিপানা দিয়ে বেণি তৈরি করছেন তিনজন।
উঠানে বসে কাজে ব্যস্ত নারীরা।
কচুরিপানার বেণি দিয়ে তৈরি হচ্ছে পণ্য।
পণ্য তৈরি শেষে উঠান থেকে ঘরে তোলা হচ্ছে।