প্রতিবছর ১৫ সেপ্টেম্বর ভারতে উদ্যাপন করা হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে’। গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ইঞ্জিনিয়ারদের স্বীকৃতি আর ধন্যবাদ জানানোই এই দিবস উদ্যাপনের অন্যতম লক্ষ্য। ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বলিউড তারকারাও এই মাসজুড়ে আলোচনায় থাকেন। আইআইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের দেখা যায়। একনজরে দেখে নেওয়া যাক রঙিন স্বপ্ন পূরণ করতে কারা ইঞ্জিনিয়ারিং ছেড়ে বলিউডে এসেছেন।
বি টেক (ব্যাচেলর অব টেকনোলজি) ডিগ্রি আছে কৃতি শ্যাননেরইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন ভিকি কৌশল‘প্যায়ার কা পাঞ্চনামা’ সিনেমায় অভিষেকের আগে কার্তিক আরিয়ান মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে বায়োটেকনোলজিতে ডিগ্রি নিয়েছেনরাজারাম কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাট চুকিয়ে তবেই বড় পর্দায় ক্যারিয়ার গড়েছেন আর মাধবন। ছবিতে ছেলের সঙ্গে আর মাধবনইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত দিল্লির গুরু টেক বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ডিগ্রি নিয়েছেন ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ তাপসী পান্নুইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাট চুকিয়ে কয়েক বছর ইঞ্জিনিয়ার হিসেবে কাজও করেছেন সনু সুদ। এরপর তিনি অ্যাকশন হিরো হিসেবে তেলেগু, তামিল আর হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়েনসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি আছে রিতেশ দেশমুখেরসবার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে ‘ভালো ছাত্র’ সুশান্ত সিং রাজপুত। তিনি ‘অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম’ (এআইইইই)–তে সারা ভারতে সপ্তম স্থান অধিকার করেছিলেন