এই বিভাগে পাঠক তাঁর মনের কথা লিখে পাঠাতে পারেন।
আট বছর আগে তোমার সঙ্গে প্রথম পরিচয়। কথা বলা শুরু হয়েছিল পরিচয়ের পরপরই, ধীরে ধীরে সেটা ভালোবাসায় পরিণত হলো। তোমার সঙ্গে ঝগড়া হলে আমি অনেক ইগো দেখাতাম। অন্য ছেলেদের মতো যত্নবান ছিলাম না। এটা আমার সবচেয়ে বড় অপরাধ। তুমি আমাকে অনেকভাবে বুঝিয়ে বলতে সবকিছু, একই সঙ্গে আমাকে যত্নে রাখতে। এসবই আমাকে পোড়াচ্ছে বেশি। তুমি সব সময় চাইতে আমি যেন তোমার প্রতি আরেকটু ভালোবাসা দেখাই, কিন্তু আমি কখনো সেটা বোঝার চেষ্টা করিনি।
সব সময় ভাবতাম আমাদের আলাদা হয়ে যাওয়া অসম্ভব। এখন তুমি আমার থেকে অনেক দূরে, চাইলেও তোমাকে কল করতে পারি না, ফেসবুক-হোয়াটসঅ্যাপে নক দিতে পারি না। প্রায় এক বছর হতে চলল, তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। জানি না তুমি কোথায় আছ, কেমন আছ। দূরে যাওয়ার পরই যেন বেড়েছে আমার ভালোবাসা। তোমার প্রতি তাই আমার ভালোবাসা সব সময় থাকবে। কেউ ছেড়ে গেলেই আসলে বোঝা যায় তার কতটুকু মূল্য আমাদের জীবনে ছিল। সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝেছি। সময়মতো তোমাকে না বুঝতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তোমাকে যে পাবে, সে একটা মূল্যবান সম্পদ পাবে।
মো. সাইফুল ইসলাম
সরকারি ব্রজলাল কলেজ, খুলনা