কে না চায় সমুদ্রপাড়ে বসে নিরিবিলি কফির মগে চুমুক দিয়ে প্রিয় বইয়ের পাতা ওল্টাতে? এমন চিন্তা থেকেই বুক টুরস থ্রি সিক্সটি ডিগ্রি সমুদ্রপাড়ে, জঙ্গলে ও দ্বীপে ‘লাইব্রেরি কাম রিসোর্ট’ কেমন হতে পারে, তার ধারণা দিয়েছে। কে বলবে, ছবিগুলো আসল নয়! ফটোশপ ও লাইটরুমের মতো সফটওয়্যার ব্যবহার করে বানানো। তবে কেউ চাইলে এখান থেকে ধারণা নিয়ে সঙ্গে নিজের ধারণা জুড়ে বানিয়ে ফেলতে পারেন ছুটির দিনে অবকাশ যাপনের রিসোর্ট বা বাড়ি। অন্দরসজ্জার ধারণাতেও ছবিগুলো যোগ করতে পারে বাড়তি মাত্রা।