ছবিতে টাইমস স্কয়ারের বাংলা বর্ষবরণ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো অনুষ্ঠান করে নতুন বাংলা বছরকে বরণ করে নিল প্রবাসী বাঙালিরা। শতকণ্ঠে গান গেয়ে ১৪৩০ বঙ্গাব্দকে আবাহন করা হলো। বৈশাখের প্রথম দিন মানবতার মঙ্গল কামনায় বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ছবিতে সেই আয়োজনের গল্প।

শতকণ্ঠে বর্ষবরণ আয়োজনের শিল্পী ও আয়োজকেরা
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সহযোগে পরিবেশন করা হয় দেশের গান
টাইমস স্কয়ারের লাল সিঁড়ির পাদদেশে দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান
নাচগানে বর্ষবরণ
প্রায় ৮০০ বাঙালির পদচারণে মুখর হয়ে ওঠে টাইমস স্কয়ার
টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় (বাঁ থেকে) লোকসংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, নৃত্যশিল্পী লায়লা হাসান ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
মাথায় মাথাল পরে বর্ষবরণের আয়োজনে