বিরাট বিশ্বকাপ জিতে ভিডিও কলে কী দেখালেন

বিয়ের আগের বিরাট কোহলি আর পরের বিরাট কোহলির ভেতর বিরাট ফারাক। বিয়ের পর বিরাটের আগ্রাসী, আক্রমণাত্মক ভাব নাকি অনেকটাই কমে গেছে। রাগ, ক্ষোভ, হতাশার মতো আবেগীয় অনুভূতিগুলোও আগের চেয়ে অনেক পরিণতভাবে সামাল দেন। বন্ধুতা, উদারতা, নীরবতা আর কোমলতার ভেতর দিয়েও যে শক্ত মনের পরিচয় দেওয়া যায়—বিরাটের ভেতর তা–ই দেখেছে বিশ্ব। আর গত কয়েক বছর ধরেই পুরোদস্তুর ‘ফ্যামিলি-ম্যান’ বনে গেছেন বিরাট। ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন, ক্রিকেট ছাড়ার পর তাঁকে জনসম্মুখে সেভাবে দেখাও যাবে না। কেবল পরিবারকেই সময় দেবেন। সন্তানদের বড় হওয়া দেখবেন। গতকাল রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও সবার আগে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন, একাধিকবার। বিরাটের কথা বলার সেসব ছবি ইন্টারনেটে ভাইরাল!  

গতকাল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বিরাট কোহলির দিনটা ছিল আবেগের। খেলা শেষ হয়েছে, এদিকে শুরু হয়েছে ‘বাবার ডিউটি’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
খেলা শেষেই বাড়িতে ফোন করেন বিরাট। ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন আনুশকা। এই সময় সন্তানদের সঙ্গে ঘরে বসে খেলা দেখাটাকেই বেশি উপযুক্ত বলে মনে করেছেন। তাই বিশ্বকাপ ট্রফি জিতেই বাড়িতে ফোন করেছেন বিরাট
চার বছরের কন্যা ভামিকা আর চার মাসের পুত্র অকায়কে ‘চ্যাম্পিয়ন’ মেডেল দেখিয়েছেন বিরাট
বিরাটের বিভিন্ন মুখভঙ্গির ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে
চুমু পাঠান ভিডিওকলে
বিশ্বকাপজয়ী বাবা কথা বলছেন সন্তানদের সঙ্গে
ভারতের হয়ে এটিই ছিল বিরাটের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। একাধিকবার অনুশকাকে ফোন করে তাঁদের উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন উড়ন্ত চুমু
এদিকে আনুশকা তাঁর ইনস্টাগ্রামে বিরাটের এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আর...এই মানুষটা আমার ভালোবাসা। আমি খুবই কৃতজ্ঞ যে তুমিই আমার ঘরবাড়ি।’
ভিডিও কলে বিরাটকে খুবই উচ্ছ্বসিত দেখা যায়
আনুশকা বিরাটকে লেখেন, ‘তুমিই আমার ঘরবাড়ি’!
আগেও একাধিকবার ম্যাচ শেষে বিরাটকে বাড়িতে ভিডিও কল করে কথা বলতে দেখা গেছে
২০২৩ সালের বিশ্বকাপেও ভারতের মাঠে খেলা শেষে গ্যালারিতে আনুশকাকে খুঁজেছেন বিরাট। ফাইনালে হেরে আনুশকার কাছেই ছুটে গেছেন সান্ত্বনার খোঁজে। সেই সময় আনুশকা ছিলেন অন্তঃসত্ত্বা