প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা

৯ নারী চিত্রশিল্পীর সৃজনে ‘নতুন স্বাভাবিক’

করোনাকালের ‘নতুন স্বাভাবিক’ সময়ের শুরুকে রং-তুলিতে শিল্পকর্মে তুলে ধরেছে নারী শিল্পীদের সংগঠন কালারস। ২৪ সেপ্টেম্বর বনানীর গ্যালারি কিউতে প্রথমবারের মতো আয়োজন করা হয় এই প্রদর্শনীর। কালারসের সপ্তম প্রদর্শনী এটি।

এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৯ জন নারী শিল্পী। যাঁরা কালারস সংগঠনের সদস্য এবং নিজেরা চারুকলার সহপাঠী ও বন্ধু। শিল্পীদের মোট ৮৬টি শিল্পকর্মে সাজানো হয়েছে কিউ গ্যালারি। যার মধ্যে বেশির ভাগ কাজই বিষয়বস্তুভিত্তিক বা কনসেপচুয়াল। পেইন্টিংসহ ত্রিমাত্রিক ভঙ্গিতে স্থাপনা ও ভাস্কর্যও আছে এ প্রদর্শনীতে। শিল্পকর্মের মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে জল রং, কলম, অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যম ও মাটি।

দর্শনার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো

প্রদর্শনীর একজন শিল্পী মনিদীপা দাশগুপ্ত বলেন, করোনাকালীন অস্থির সময় থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিটি শিল্পকর্মে। তাই প্রায় প্রতিটি শিল্পেই রাখা হয়েছে গাঢ় রঙের ব্যবহার। অ্যাক্রিলিক মাধ্যমে রঙিন ফুল, ডাকবাক্স, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডকে তুলে ধরেছেন শিল্পীরা। এ ছাড়া ছিল টেরাকোটা ও কলম ব্যবহারে শিল্পকর্ম।

প্রদর্শনীতে যে শিল্পীদের শিল্পকর্ম দেখানো হচ্ছে, তাঁরা হলেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মনিদীপা দাশগুপ্ত, মর্জিয়া বেগম, মোসাম্মৎ শায়লা, মুক্তি ভৌমিক, রেবেকা সুলতানা, রেহানা ইয়াসমিন, রিফাত জাহান।

প্রদর্শনী ঘুরে দেখছেন একজন দর্শক

প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ।

২৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে ফ্যাশন হাউস কিউরিয়াস।