মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃৎপিণ্ড। সারা দেহে রক্ত সঞ্চালনের কাজটি করে মাত্র ১০/১২ আউন্স ওজনের হৃৎপিণ্ড। এর ফলে টিস্যুগুলোয় অক্সিজেন ও অন্যান্য পুষ্টিকণা পৌঁছায় এবং বের হয় কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য বর্জ্য।
বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম লাইভ সায়েন্স বলছে, মানুষের শরীরের টিস্যুগুলো কার্যকর থাকার জন্য সেগুলোতে সার্বক্ষণিক পুষ্টিকণার সরবরাহ প্রয়োজন। যদি হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যায়, তবে রক্তের সঞ্চালন বন্ধ হয়ে যাবে। তখন মরে যাবে টিস্যুগুলো।
মানুষের হৃৎপিণ্ডে মোট চারটি প্রকোষ্ঠ রয়েছে। হৃৎপিণ্ডকে মূলত ডান ও বাম-এই দুটি ভাগে ভাগ করা হয়। ডান ও বাম হৃৎপিণ্ডকে পৃথক রাখে পেশি দিয়ে তৈরি একটি পর্দা। পেরিকার্ডিয়াম নামের আরেকটি পর্দায় ঢাকা থাকে পুরো হৃৎপিণ্ড।
নিচের ছবি দুটোয় দেখে নিন হৃৎপিণ্ডের খুঁটিনাটি: