আদবকেতা

হাবভাবকেও গুরুত্ব দিন

অফিসের কোনো সভায় একজনের সঙ্গে কথা বলার সময় তাঁর চোখের দিকে তাকিয়ে থাকুন। ছবি: অধুনা
অফিসের কোনো সভায় একজনের সঙ্গে কথা বলার সময় তাঁর চোখের দিকে তাকিয়ে থাকুন। ছবি: অধুনা

মুখের ভাষার মতোই কিন্তু শরীরের ভাষা বা হাবভাবও বেশ গুরুত্বপূর্ণ। কখনো খেয়াল করেছেন কি? আপনার সহকর্মী কেন অফিসের মিটিংয়ের সমস্ত আলো নিজের দিকে টেনে নেন? শরীরের ভাষা কিন্তু মুখের ভাষার মতোই প্রভাব তৈরি করে অন্যদের ওপর। আপনার ব্যক্তিত্ব কতটা শক্তিশালী, তা জানা যায় আপনার শরীরের ভাষা থেকেই। একটি বেসরকারি প্রতিষ্ঠানে মানবসম্পদ পরামর্শকহিসেবে কাজ করছেন জুলি ফারজানা। তিনি বলেন, ‘আমাদের শরীরের ভাষা, দাঁড়ানোর ঢং, হাতের অবস্থান, তাকানোর ধরন দেখে কিন্তু আমরা যা প্রকাশ করতে চাই না, তা প্রকাশিত হয়ে যায়। পেশাজীবনে সাফল্যের জন্য শরীরের ভাষা জানা বেশ গুরুত্বপূর্ণ।’

অফিসে শরীরের ভাষাগুলো আয়ত্ত করতে পারলে অনেক ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব কতটা প্রভাবশালী, তা নিজেই টের পাবেন। চলুন জেনে নিই শরীরের কিছু ভাষার কথা।

 ধীরে ধীরে হাসুন

অফিসে সভায় কখনোই প্রথমে নিজে হাসবেন না। একটু তাকিয়ে স্থির হয়ে তাকাবেন, তারপর প্রয়োজন হলে হাসবেন।

 নজরে রাখুন

একজনের সঙ্গে কথা বলার সময় তাঁর চোখের দিকে তাকিয়ে থাকুন। সে সময়ে দুনিয়া উল্টে গেলেও তাঁর চোখের দিকে তাকিয়ে থাকুন। কথা শেষ হলেও তাকিয়ে থাকুন।

 ভিন্নমত প্রকাশের সময়

কোনো সভায় কারও মতের বিপক্ষে অবস্থান নেওয়ার সময় অন্য কেউ কথা বললেও আপনার প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকুন। কে কথা বলছেন সেটা ব্যাপার নয়, ওই মানুষের দিকে তাকিয়ে থাকুন।

 অন্যদের গুরুত্ব দিন

কোনো সভায় বস ছাড়াও অন্যদের দেখে হাসুন। এতে সহকর্মীরা খুশি হবেন।

 ‘আরেহ, বন্ধু’

পরিচিত, অপরিচিত যার সঙ্গেই দেখা হোক না কেন, এমনভাবে কথা বলুন, যেন সে আপনার পুরোনো কোনো বন্ধু। সভা শেষ হলে সবার সঙ্গে চেষ্টা করুন হাত মেলাতে। দেখবেন অফিসের সবাই আপনার ভক্ত হয়ে উঠেছেন।

 সূত্র: কোরা ডট কম