রোজ ভোরে ঘুম থেকে উঠে জানালা খুললেই দেখি বাগানজুড়ে গাছের ডালে ডালে পাখির বিশাল সমাবেশ। দোয়েল, শালিক, চড়ুই, আরও হরেক রকম পাখির মিলনমেলা মুগ্ধ করে তোলে আমার প্রতিটি ভোর।
দীর্ঘ চার মাস গৃহবন্দী থেকে প্রতিদিনই ভাবছি, আমিও যদি উড়তে পারতাম ডানা মেলা পাখির মতো। পাখিগুলো কতই–না মুক্ত আর স্বাধীন। তাদের জীবনে কোনো বিধিনিষেধ নেই, মুখে মাস্ক পরার নিয়ম নেই, সঙ্গনিরোধ নেই। আছে শুধু ডানা মেলে যেখানে খুশি উড়ে বেড়ানোর আনন্দ ও স্বাধীনতা।
শঙ্কিত জীবনে রোজ ভোরে এই পাখিগুলোই মনের ভেতর নতুন আশা জাগায়, নতুন দিনের স্বপ্ন দেখায়। চারদিকে যখন শুধু নীল বেদনা, মৃত্যু ও স্বপ্ন ভাঙার খবর, তখন এই পাখিগুলোর ডানা মেলা উল্লাস আর মুক্ত জীবন আমাকে আবার স্বপ্ন দেখতে বাধ্য করছে। আমিও স্বপ্ন দেখছি রবিকিরণ মাখা ঝলমলে এক নতুন ভোরের। ঘুম ভেঙে উঠে পাখির কলতানে মুখর কোনো এক নতুন ভোরেই হয়তো শুনতে পাব, ‘আবিষ্কৃত হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন, আর কোথাও কোনো করোনা আতঙ্ক নেই, মানুষ শান্তিতে দম ফেলছে।’ আমরাও হয়তো সেদিন ফিরে যাব হাজারো স্বপ্নে বোনা আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে।
নূরে আলম সিদ্দিকী বাংলা বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা।