জেনে নিন সেমিতে ওঠা চার অধিনায়কের লাইফস্টাইল
জেনে নিন সেমিতে ওঠা চার অধিনায়কের লাইফস্টাইল

টি–টোয়েন্টি বিশ্বকাপ

সেমিতে ওঠা চার অধিনায়কের লাইফস্টাইল

টি–টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ নেই, তাতে মানুষের উন্মাদনা কমেছে। তবে আগ্রহে ভাটা পড়েনি বিশেষ। সেমিতে ওঠা চার দল—নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই সেরা চারের সেরা অধিনায়কেরা হলেন কেইন উইলিয়ামসন, বাবর আজম, অ্যারন ফিঞ্চ আর ইয়ন মরগান। এই চারজনই ইনস্টাগ্রামে সক্রিয়। চারজনই ঘুরে বেড়ান নিয়মিত, সেসব ছবি দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জেনে নেওয়া যাক এই চার অধিনায়কের লাইফস্টাইল নিয়ে কিছু কথা!
পোষা কুকর স্যান্ডিকে নিয়ে উইলিয়ামসনের যোগব্যায়াম শেষে তোলা সেলফি

পোষা কুকরকে নিয়ে উইলিয়ামসনের যোগ

আপনার যদি মন খারাপ থাকে, তবে নিউজিল্যান্ডের ক্রিকেট অধিনায়ক কেইন উইলিয়ামসনের ইনস্টাগ্রামে ঢুঁ দিয়ে আসেন। মন ফুরফুরে হয়ে যাবে। কেইনকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১৮ লাখ মানুষ। তাঁর কোনো ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট নেই। কেইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছবি যত, তার চেয়ে বেশি তাঁর পোষা কুকুরগুলোর ছবি।

‘মুভি নাইট’ শেষ করে কেইন

৩১ বছর বয়সী এই অধিনায়ককে আদর করে ডাকা হয় কিউই কেইন। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার কেইনের পোষা কুকুরগুলোর একটির নাম নাম স্যান্ডি। লকডাউনের সময় নিয়মিত এই কুকুরকে নিয়ে যোগব্যায়াম করেছেন এই অধিনায়ক। কেইনের ওজন ৬৫ কেজি, চোখের রং হালকা নীল, চুলের রং ব্লন্ড! তিনি তাঁর এই পোষা প্রাণী নিয়ে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন। বিশেষ করে সমুদ্র তাঁকে খুব টানে। পোষা কুকুরগুলোর সঙ্গেই ‘মুভি নাইট’ করেন তিনি।

কেইন ও সারাহ

কেইনের স্ত্রী সারাহ রহিম। বিয়ের আগে বেশ কিছুদিন লুকিয়ে প্রেম করেছেন। ৩০ বছর বয়সী সারাহ পড়াশোনা করেছেন ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে। পেশায় নার্স। একমাত্র মেয়ে জন্মেছে করোনাকালের লকডাউনে, ২০২০ সালের ১৬ ডিসেম্বর। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ক্রিকেট অধিনায়ক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯০ লাখ ডলার, বাংলাদেশি অর্থমূল্যে তা ৭৭ কোটি টাকার মতো।

মায়ের সঙ্গে বাবর আজম

বিলাসবহুল বাড়ি, গাড়ি সবই আছে বাবরের


পাকিস্তান অধিনায়ক বাবর আজমের জন্ম পাঞ্জাবি মুসলিম পরিবারে। কামরান আকমল, উমর আকমলরা তাঁর জ্ঞাতি ভাই। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান এখন পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। বছরে তাঁকে ৮৬ লাখ টাকা বেতন দেওয়া হয়। অর্থাৎ তাঁর মাসিক বেতন সাত লাখের একটু বেশি।

প্রকৃতিপ্রেমী বাবর আজম

প্রায়ই বাবর বাবা, মাকে নিয়ে ছবি পোস্ট করেন। তারকাখ্যাতি পাওয়ার পরও নিজের শিকড়কে গেঁথে রেখেছেন মনে, মাথায়। নিয়ম করে গ্রামের বাড়িতে বেড়াতে যান তিনি। আর সেসব ছবি দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেমিতে ওঠা চার দলের এই চার অধিনায়কের ভেতর বাবরই সেলফি তোলায় পটু!

বাবার সঙ্গে বাবর আজম

লাহোরে বাবরের নিজের একটি বিলাসবহুল বাড়ি আছে। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। এখনো বিয়ে করেননি বটে, তবে চাচাতো বোনের সঙ্গে বিয়ে পাকা হয়ে আছে। তাঁর একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি আছে। তিনি হেড অ্যান্ড শোল্ডার, এইচবিএল, অপ্পো ও হুয়াওয়ের ব্র্যান্ড দূত। ইনস্টাগ্রামে ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই অধিনায়কের ভক্তসংখ্যা ১৫ লাখের বেশি! এই অল্প বয়সেই বাবরের মোট সম্পদের পরিমাণ ৩৪ কোটি টাকার বেশি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, তাঁর স্ত্রী, দুই মাস বয়সী কন্যা ও পোষা দুই কুকুর

স্ত্রী ছাড়া অ্যারনের ছবি পাওয়া দায়!


এই যে সাদাকালো ছবিটি দেখছেন, এখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, তাঁর স্ত্রী, কন্যা ও পোষা দুই কুকুরকে। এই ছবি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ থেকে রওনা হওয়ার মুহূর্তের। ক্যাপশনে লিখেছিলেন, ‘আগামী কয়েকটা মাস আমি তোমাদের ভীষণ মিস করব।’ অ্যারন ফিঞ্চের ‘সিঙ্গেল’ ছবি খুঁজে পাওয়া দায়।

২০১৮ সালের ৭ এপ্রিল বিয়ে করেন ফিঞ্চ। দুই মাস হলো তাঁর নামের আগে যুক্ত হয়েছে নতুন বিশেষণ, ‘বাবা’। ইনস্টাগ্রামে এই অধিনায়কের ভক্তসংখ্যা ১০ লাখ।

বিয়েতে অ্যারন ফিঞ্চ ও অ্যামি গ্রিফিতস

ক্রিকেটের বাইরে প্রায় সব ছবিতেই অ্যারন ফ্রেম ভাগ করেছেন তাঁর স্ত্রী অ্যামি গ্রিফিতসের সঙ্গে। ফ্যামিলি ম্যান হিসেবে ক্রিকেটারদের ভেতর জনপ্রিয় ফিঞ্চ। যদিও ৩৪ বছর বয়সী এই ক্যাপ্টেনের ডাকনাম, ফিঞ্চি। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার, নীল চোখের ফিঞ্চি ২০১০ সাল থেকে ২০২১ পর্যন্ত কেবল আইপিএল খেলেই আয় করেছেন ২৬ কোটি ৬১ লাখ টাকা। এই অধিনায়কের মোট সম্পদের পরিমাণ ১২৭ কোটি টাকা।

অ্যারন–অ্যামি জুটিও ভ্রমণবিলাসী

ইয়নের বছরে আয় ১০ কোটি!

অন্তর্মুখী জাতি হিসেবে পরিচিতি আছে ব্রিটিশদের। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু নিয়ে মাতামাতি করার আগ্রহ কমই তাদের। এ জন্যই হয়তো টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ওঠা চার দলের অধিনায়কদের ভেতর ইংল্যান্ডের দলনেতা ইয়ন মরগানের অনুসারীর সংখ্যা সবার চেয়ে কম—৭ লাখ ৫১ হাজার। বাবর ছাড়া তিন অধিনায়কের প্রত্যেকের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

এটিই নাকি ইয়নের জীবনের সেরা দিন

৩২ বছর বয়সী এই অধিনায়ক পড়াশোনা করেছেন লন্ডনের ডালউইচ কলেজে। ২০১৮ সালের ৩ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকা তারা রিজওয়েকে বিয়ে করেন। ইয়নের মতে, এটাই তাঁর জীবনের সেরা দিন। অন্য তিন অধিনায়কের তুলনায় ইয়নের মাসিক বেতন সর্বোচ্চ, মাসে ৯ লাখ পাউন্ড। মানে হলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইয়নকে বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৩৮ লাখ টাকা বেতন দেয়। আর ইয়নের মোট সম্পদের মূল্য ২০২ কোটি টাকা মাত্র!

ইয়ন ভালোবাসেন পাহাড়, আর ক্রিকেটের বাইরে গলফ

একনজরে চার অধিনায়ক


কেইন উইলিয়ামসন
দেশ: নিউজিল্যান্ড
বয়স: ৩১
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
বৈবাহিক অবস্থা: বিবাহিত
মোট সম্পদ: ৭৭ কোটি টাকা

বাবর আজম
দেশ: পাকিস্তান
বয়স: ২৭
উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
মোট সম্পদ: ৩৪ কোটি টাকা

সেলফি তোলায় পটু বাবর আজম

অ্যারন ফিঞ্চ
দেশ: অস্ট্রেলিয়া
বয়স: ৩৪
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
বৈবাহিক অবস্থা: বিবাহিত
মোট সম্পদ: ১২৭ কোটি টাকা


ইয়ন মরগান
দেশ: ইংল্যান্ড
বয়স: ৩৫ বছর
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি (বা ৫ ফুট ৯ ইঞ্চি)
বৈবাহিক অবস্থা: বিবাহিত
মোট সম্পদ: ২০২ কোটি টাকা

চেনারূপে ইয়ন


সূত্র: ইনস্টাগ্রাম, স্টার বায়ো, প্রিন্টারিস্ট ডটকম ও স্পোর্টস আনফোল্ড, এই প্রতিবেদনে ব্যবহৃত সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।