ইনস্টাগ্রাম থেকে তারকাদের খবর

সুশান্ত ছাড়া দুই বছর

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার আজ দুই বছর পূর্ণ হলো। অনেকেই অকাল প্রয়াত এই বলিউড তারকার ছবি শেয়ার করে লিখছেন নানা অনুভূতি আর স্মৃতিকথা।
এই ছবি শেয়ার করে বলিউড তারকা সারা আলী খান লিখেছেন, ‘প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি তোমাকে সঙ্গে করে। প্রথমবার তোমার টেলিস্কোপে জুপিটার আর চাঁদ দেখা। আমার ভেতরে এসব অনুভব আর স্মৃতির জন্ম দেবার জন্য তোমাকে ধন্যবাদ। আজ পূর্ণচন্দ্র। আমি যখন আকাশে চোখ রাখব, সেখানে সবচেয়ে উজ্জ্বল আলো ছড়ানো নক্ষত্রটি তুমি, আমি জানি। চিরকাল তুমি এভাবেই আলো ছড়াবে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সুশান্তের সঙ্গে প্রেম ছিল বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর
সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চারটি অপ্রকাশিত ছবি প্রকাশ করেছেন তিনি
ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিদিন তোমাকে মিস করি।’
সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কৃতি এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দুই বছর হলো তুমি শারীরিকভাবে নেই। কিন্তু তুমি তোমার মূল্যবোধ, দয়া, সমবেদনা—এসব মানবিক গুণাবলির ভেতর আছো। তুমি বিশ্বকে আরও সুন্দর জায়গা বানানোর যাত্রা শুরু করেছিলে। তোমার মৃত্যুর পরও সেটি অব্যাহত থাকবে, তোমার নামে।’
একাধিক ভারতীয় গণমাধ্যম স্মরণ করেছে সুশান্তকে। ‘ফিল্মিজ্ঞান’ জানিয়েছে, সুশান্ত যে নেই, এটা এখনো তারা বিশ্বাস করে উঠতে পারেন না।
ভারতীয় চলচ্চিত্র ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’ তাঁদের আর্কাইভ থেকে সুশান্তর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। আর লিখেছে, ‘যাঁকে ভোলা যায় না। সে এমন একটি তারা, যে সবার চেয়ে উজ্জ্বলভাবে জ্বলে সবার আগে দুপ করে নিভে গিয়েছিল।’
মার্কিন সুপার মডেল কেন্ডাল জেনারের সঙ্গে এই ছবিও শেয়ার করছেন ভক্তরা
ভক্তরা সুশান্তের ছবির সামনে ফুল দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে পালন করছে তাঁর মৃত্যুবার্ষিকী
তেমনই আরেকটি ছবি
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘এম এস ধোনি: দ্য আনটোল্ট স্টোরি’ দিয়েই লাইমলাইটে আসেন সুশান্ত সিং রাজপুত। ছবিতে ধোনির বাড়িতে সুশান্ত। এই ছবি এখন শুধুই স্মৃতি