সারা দিন সুগন্ধে...

ফুলেল সৌরভ এনে েদবে সতেজতা। মডেল: িমম মানতাসা
ফুলেল সৌরভ এনে েদবে সতেজতা। মডেল: িমম মানতাসা

ওগো সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া

আমায় দেশে দেশান্তে।

যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া

ভুবন নবীন বসন্তে।

রবীন্দ্রনাথের গানে ‘সুগন্ধ’। প্রেমময় সুগন্ধ মনে জায়গা পাওয়ার বহু আগে থেকেই মনের পটে আঁকা অন্য এক সুগন্ধির ছবি। বসন্ত যে ভালোবাসার মাস। প্রকৃতিতে নতুনের প্লাবন। চারপাশ প্রেমময়। বাসন্তী কাচের চুড়ি, হলুদ-কমলা গাঁদাফুল, পাট পাট করে তুলে রাখা কচি কলাপাতা রঙের শাড়িটা—প্রস্তুতি নিয়ে রাখা। ছেলেরাও তৈরি পাঞ্জাবি নিয়ে। কেউ আবার টি-শার্ট ছাড়া আরাম পান না, তাঁর জন্য সেটিই সই। সব অনুষঙ্গের মধ্যে থাকে সুগন্ধিও। রঙের বিবেচনায় আর সবকিছু না হয় গুছিয়ে নেওয়া গেল। সুগন্ধি কেমন হলে ভালো?

 পারফিউম ওয়ার্ল্ডের ব্র্যান্ড ম্যানেজার তানভীর আলম জানালেন, এই সময়টাতে মেয়েদের জন্য ফুলেল সৌরভের সুগন্ধিই ভালো। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস—এই দুটি দিনের সঙ্গে ফুলের সম্পর্কটা বড্ড আপন। ছেলেদের জন্য একটু সতেজ ভাব আনার মতো সুগন্ধি বেছে নেওয়াই ভালো। ‘টকভিত্তিক’ সুগন্ধি সবচেয়ে মানানসই (সাধারণত ‘টক’ বলতে লেবুজাতীয় ফলকে বোঝানো হয়), যেহেতু একটু গরমের ভাবও থাকে এ সময়ের আবহাওয়ায়।

রাতের জন্য আলাদা?
সাধারণত প্রত্যেক ব্র্যান্ডের পারফিউমেরই একটু ‘ভারী’ আর একটু ‘হালকা’—দুটি আলাদা ধরন হয়ে থাকে। রাতে ব্যবহারের জন্য একটু ‘ভারী’ ধরনের সুগন্ধি বেছে নিন। ‘ভারী’ সুগন্ধি দিনের বেলার জন্য উপযোগী নয়। মেয়েদের জন্য ব্র্যান্ডের পারফিউমগুলোর দুটি ধরনের মধ্যে থেকে একটি বেছে নিন দিনে, অন্যটি রাতে। এই দুটি ধরন হলো ‘অ ডি টয়লেটি’ এবং ‘অ ডি পারফম’। এগুলোর মধ্যে ‘অ ডি টয়লেটি’ পারফিউম একটু হালকা ধরনের হয়। এটি দিনের জন্য। আর ‘অ ডি পারফম’ হলো রাতের জন্য, যার ঘনত্ব ও তীব্রতা দুটিই একটু বেশি। রাতের পরিবেশের সঙ্গে এটিই মানানসই।

সুঘ্রাণ গেল হারিয়ে?
আমাদের দেশে সুগন্ধির সুগন্ধ তুলনামূলক কম সময়েই হারিয়ে যায়। আমাদের আবহাওয়ায় ঘাম বেশি হয়, তাই এই ঝক্কি। এ কারণে সুগন্ধি ব্যবহারের আগে স্নান সেরে নেওয়া ভালো। হাতের তালু এবং ভাঁজ হয়ে থাকা কিছু অংশ, যেখানে ঘাম বেশি হয় (যেমন ঘাড়ের কাছে, গলার দুই পাশে, বগলের নিচে)—এসব অংশে সুগন্ধি ‘স্প্ল্যাশ’ করে নিতে পারেন।

ছেলেদের ক্ষেত্রে শাওয়ার জেল, আফটার শেভের মতো প্রসাধন ব্যবহারের পর সুগন্ধি ব্যবহার করলে বেশি সময় পর্যন্ত সুগন্ধ থাকে।

মডেল: তৃষ্ণা

পাউডারের সঙ্গে পারফিউম ব্যবহার না করাই ভালো। দুটোর গন্ধ মিলিয়ে যেতে পারে। শুষ্ক ত্বকে নয়, বরং খানিকটা আর্দ্র ত্বকে পারফিউম ব্যবহার করুন। এর ফলে সুঘ্রাণ একটু বেশি থাকে। হালকাভাবে বডি লোশন লাগিয়ে নিয়ে এরপর পারফিউম লাগানো ভালো। কাপড়ের ওপরেও একটু পারফিউম লাগিয়ে নেওয়া যায়।

খানিক পরপর?
সাধারণত ২-৩ ঘণ্টা পরেই সুগন্ধির ঘ্রাণ একটু হালকা হয়ে আসে। তবে একই সুগন্ধি সবার শরীরেই সমান সময় পর্যন্ত থাকে না। কারও কম, কারও বেশি। তাই সঙ্গে রাখতে পারেন ছোট্ট সুগন্ধি। প্রয়োজন মনে হলে একটু ব্যবহার করে নিতে পারেন। তবে সারা দিনে একই সুগন্ধি ব্যবহার করা উচিত। একবার এইটা, খানিক বাদে অন্য আরেকটা—এভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে না। বরং একেবারে রাতে ভিন্ন ধরনের একটি সুগন্ধি ব্যবহার করুন। তবে রাতে সুগন্ধি ব্যবহারের আগে আরেকবার গোসল করে নতুনভাবে তৈরি হয়ে নেওয়াই ভালো।