১. যা খেতে ভালো লাগে
শ্রাবণ্য: মা ও বোনের হাতের যেকোনো রান্না খেতে ভালো লাগে।
মা: সবজি, ভর্তা ও শুঁটকি।
২.পছন্দের পোশাক
শ্রাবণ্য: শাড়ি।
মা: শাড়ি।
৩. রেগে গেলে
শ্রাবণ্য: সবকিছু এলোমেলো করে ফেলি। তবে আমি দ্রুত রেগে যাই, আবার দ্রুত রাগ কমেও যায়।
মা: রেগে গেলে নিচের দিকে চুপচাপ তাকিয়ে থাকি।
৪. প্রিয় গায়ক
শ্রাবণ্য: অ্যাডেল, জেমস ও তাহসান।
মা: সন্ধ্যা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়।
৫. প্রিয় উপস্থাপক
শ্রাবণ্য: আব্দুন নূর তুষার ও শারমিন লাকী।
মা: আমার মেয়ে।
৬. কোথায় বেড়াতে ভালো লাগে?
শ্রাবণ্য: মালয়েশিয়া।
মা: কক্সবাজার।
৭. পছন্দের সিনেমা
শ্রাবণ্য: আগুনের পরশমণি।
মা: দীপ জ্বেলে যাই, নীল আকাশের নিচে।
৮. প্রিয় লেখক
শ্রাবণ্য: শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও হুমায়ূন আহমেদ।
মা: নীহাররঞ্জন গুপ্ত ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৯. পছন্দের অভিনেতা
শ্রাবণ্য: আমির খান, জনি ডেপ আর এ দেশের তিশা।
মা: উত্তম কুমারের অভিনয়ের আমি ভক্ত।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক