শিশুদের জন্য বানাতে পারেন এমনই কাগজের কুমির
শিশুদের জন্য বানাতে পারেন এমনই কাগজের কুমির

নিজে বানাই

শিশুদের জন্য যেভাবে বানাবেন কাগজের কুমির

কাগজ কিংবা কাপড়—দুই উপকরণ দিয়েই বানানো যায় হ্যান্ড পাপেট বা হাতপুতুল। তবে অল্প সময়ে স্বল্প উপকরণ দিয়ে বানাতে চাইলে কাগজই ভালো। শিশুদের জন্য তাদের সঙ্গে নিয়েই বানাতে পারেন পাপেট। কুমিরের পাপেট বানিয়ে দেখিয়েছেন রাইবা তাজরীদ।

উপকরণ

শক্ত কাগজ, আঠা, পেনসিল, কাঁচি, কালো মার্কার।

১. প্রথমে একটি সবুজ A4 আকারের কাগজকে লম্বালম্বি দুই ভাগে ভাঁজ করে নিতে হবে।

২. সেই দুই ভাগকে দুপাশ থেকে আরও দুটি ভাঁজ দিয়ে মোট চারটি ভাগ করতে হবে।

৩. এই চারটি ভাঁজের প্রান্তবর্তী অংশ দুটোকে আঠা দিয়ে লাগিয়ে নিন।

৪. কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

৫. এবার চার ভাঁজ করা কাগজটি আবারও মাঝবরাবর ভাঁজ দিয়ে দিন।

৬. প্রান্তবর্তী ভাঁজ দুটিকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

৭. এবার বিভিন্ন অংশ মাপমতো কেটে নিতে হবে। চোখের বাইরের অংশের জন্য এভাবে কাটুন।

৮. সবকটি কাটা অংশের শেষ প্রান্তটুকু চিকন করে ভাঁজ করে নিন।

৯. এবার দাঁতের অংশটুকু কাটুন।

১০. কাগজটির মাঝবরাবর এভাবে কেটে ফেললেই কুমিরের ওপর ও নিচের দাঁত পেয়ে যাবেন।

১১. চোখের অংশটুকু এভাবে কেটে এঁকে ফেলুন।

১২. কুমিরের চেহারার ওপরের অংশের জন্য এভাবে ছোট ছোট কালো দাগ দিন।

১৩. তৈরি হয়ে গেল চোখ, নাক, দাঁত ও জিহবা।

১৪. এবার কাটা অংশগুলোর নিচে আঠা লাগিয়ে দিন।

১৫. এভাবে কুমিরের মুখের ওপর বসিয়ে দিন।

১৬. কাটা অংশগুলো নির্দিষ্ট স্থানে জোড়া দিয়ে নিলেই পাপেটটি তৈরি হয়ে যাবে। পেছনের অংশে হাতের আঙুল দিয়ে পাপেটটি নিয়ন্ত্রণ করা যাবে।