শিখার পছন্দ 'রবিনসন ক্রুসো', মায়ের 'ঝিন্দের বন্দী'

মায়ের সঙ্গে শিখা। ছবি: অধুনা
মায়ের সঙ্গে শিখা। ছবি: অধুনা

শিখা, কার্টুনিস্ট। মা মেহেরুন নেসা, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

 ১. বৃষ্টি হলে যা ভাবেন...

শিখা: আকাশছোঁয়া কোনো ভবনের ছাদে গিয়ে ভিজব, নাচব। পটভূমিতে বাজতে থাকবে প্রিয় কোনো মিউজিক, যা বৃষ্টির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে।

মা: জানালার ধারে বসে গান শুনতে শুনতে বৃষ্টি দেখা, কখনো ভাবি নৌকায় করে বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়ার কথা। আবার কখনো সন্তানদের ভুনাখিচুড়ি আর মুরগি রান্না করে খাওয়ানোর কথা ভাবি।

২. যে জায়গায় বারবার যেতে ইচ্ছে করে?

শিখা: আমার শৈশব-কৈশোর যেখানে কেটেছে, গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে।

মা: আমারও একই।

৩. প্রিয় প্রাণী?

শিখা: পাখি। বিশেষ করে কোয়েল।

মা: পাখি।

৪. যে তারকার সঙ্গে নৈশভোজ করতে পারলে মন্দ হতো না...

শিখা: মিকি মাউস, ডোনাল্ড ডাক, উইনি-দ্য-পুহ্‌, পাওয়ারপাফ গার্লস, গারফিল্ড—বিখ্যাত সব কার্টুন চরিত্রের সঙ্গে বড় একটা টেবিলে বসে রাজকীয় নৈশভোজ হলে দারুণ হতো।

মা: সুবর্ণা মুস্তাফার সঙ্গে।

৫. প্রিয় চিত্রশিল্পী বা কার্টুনিস্ট কে?

শিখা: মার্কিন কার্টুনিস্ট টম রিচমন্ড।

মা: িশল্পাচার্য জয়নুল আবেদীন।

৬. যে বই দুটি বারবার পড়তে ইচ্ছা করে...

শিখা: ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো এবং জুল ভার্নের জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ

মা: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দী এবং হুমায়ূন আহমেদের এলেবেলে

৭. ঈদের দিন যে খাবারটা খেতে ভালো লাগে...

শিখা: আম্মুর বানানো চটপটি আর অনেক রকম ফ্লেভারের আইসক্রিম।

মা: চটপটি।

৮. প্রিয় ফুল কী?

শিখা: ডেইজি।

মা: গোলাপ।

৯. পরস্পরের যে দিকটি পছন্দ ও অপছন্দের...

শিখা: সবই পছন্দের। বিশেষ করে আমার রাগ সহ্য করেন। অপছন্দের কিছু নেই। আমার মা পৃথিবীর সেরা মা।

মা: পছন্দ হলো ওর দুষ্টুমি, ছেলেমানুষি। রেগে গেলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, এটা অপছন্দের বিষয়।

সাক্ষাৎকার: মাহফুজ রহমান