শাড়ি নিয়ে কী বললেন তাঁরা

২৭ মে সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজন। জমকালো সেই সাঁঝে শাড়ি পরে এসেছিলেন অনেক তারকা। কেমন ছিল সেই সাজ, তা নিয়ে এবারের আয়োজন।

জামদানিতে ৪ জন

শাড়ির সঙ্গে খোঁপা আর খোলা চুলের স্টাইল করেছিলেন তারাকারা

অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, মেরিল–প্রথম আলো পুরস্কারে জামদানি পরে আসবেন তাঁরা। কথা হচ্ছিল সারিকা সাবা, রুনা খান ও শবনম ফারিয়ার সঙ্গে। লাল জামদানি পরেছিলেন সারিকা সাবা ও শবনম ফারিয়া। দুজনের সাজেই ছিল জমকালো আবহ। আর সাদা জামদানিতে মিষ্টি করে সেজেছিলেন রুনা খান। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনও এদিন পরেছিলেন হালকা রঙের জামদানি। গলায় মুক্তার মালা পরে তিনিও ছড়িয়েছিলেন স্নিগ্ধতার আবেশ।

বেগুনি আভায় স্বাগতা

পেটানো কাজের জামদানি পরেছিলেন স্বাগতা

গাঢ় বেগুনি জামদানির ওপর ছিল রুপালি সুতার কাজ। পাথরের গয়নায় ছিলেন সাবলীল। শাড়ির সঙ্গে মিলিয়ে সংগীতশিল্পী স্বাগতা খোঁপা করেছিলেন।

মমর খোঁপায় মধুমঞ্জরি

এ সময়ের ফুল অভিনেত্রী মমর খোঁপায়

হালকা গোলাপি জামদানি শাড়ির সঙ্গে জাকিয়া বারী মম খোঁপায় গুঁজেছেন একগুচ্ছ মধুমঞ্জরি। মজার ব্যাপার হলো, এই ফুলগুচ্ছ নিজের গাছ থেকেই সংগ্রহ করেছেন অভিনেত্রী।

চিরসবুজ সাজে দিলারা জামান

অভিনয়শিল্পী দিলারা জামান হালকা সাজেই ছিলেন সতেজ

অভিনয়শিল্পী দিলারা জামান পরেছিলেন সাদা-সবুজ রঙের জামদানি। এতেই তাঁকে লাগছিল সতেজ।

লাল জামদানিতে অদিতি

চিরচেনা সাজে অদিতি মহসিন

রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন পরেছিলেন লাল জামদানি। সাজে ছিল দেশীয় ধারা।

মিষ্টি সাজে দোয়েল

নিজে সেজে এসেছিলেন অভিনেত্রী দোয়েল

অভিনেত্রী দোয়েলের সাজপোশাকে প্রাধান্য পেয়েছিল কালো রং। জামদানিটি সোনারগাঁ থেকে কেনা। শাড়ির সঙ্গে মিলিয়ে বাকি সব অনুষঙ্গে ছিল কালোর ছোঁয়া।

ছিমছাম শ্রাবণ্য

পুরো শাড়িতে চুমকির কাজ নজড় কাড়ে

উপস্থাপক ও মডেল শ্রাবণ্য তৌহিদার পুরো শাড়িতে ছিল রঙিন সিক্যুইনের কাজ। শাড়িটি ভারতীয় ডিজাইনার ঋতু কুমারের তৈরি। কানের দুল এবং ব্যাগ দুটোই অনলাইন থেকে কেনা।

স্নিগ্ধ কানিজ আলমাস খান

কানিজ আলমাস খানের সাজে ছিল না কোনো বাহুল্যতা

হালকা রঙের শাড়ি পরেছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। গলায় পরেছিলেন পার্ল ও স্টোনের চোকার। বরাবরের মতো স্নিগ্ধ সাজে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কানিজ আলমাস খান।

সুনিপুণ নিপুণ

চুল কোঁকড়া করে খুলে রেখেছিলেন অভিনেত্রী নিপুণ

মসলিন কলাপাতা রঙের শাড়ির সঙ্গে মানানসই সিল্ক ব্লাউজ পরেছেন অভিনেত্রী নিপুণ। শাড়ি ও ব্লাউজ দুটোতেই প্রাধান্য পেয়েছে পাতার নকশা। নেক ছাপিয়ে যাওয়া পাতার নকশা ব্লাউজকে আকর্ষণীয় করে তুলেছে। পাতার এই ডিজাইনের পাশাপাশি পুঁতির কাজের ফুলও ফুটে উঠেছিল ব্লাউজের কাজে। নিপুণের এই সুনিপুণ সাজের পরিকল্পনা ছিল তাঁরই।

শাড়িতে স্নিগ্ধ সাবিলা

সেদিন চুলে লাল গোলাপ গুঁজেছিলেন সাবিলা নূর

মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে এর আগে কখনো শাড়ি পরে আসেননি সাবিলা নূর। এই প্রথম লালগালিচায় শাড়ি পরে হাঁটলেন এই অভিনেত্রী। সাদা শাড়িতে ডলার ওয়ার্কের কাজ নজর কাড়ল বেশ। শাড়ির পাশাপাশি ব্লাউজেও ছিল ভিন্নতা।

টয়া যেন জলপরি

টয়ার গলার চোকারটি ছিল নজড়কাড়া

সোনালি চুমকি, পুঁতির কাজ করা ওয়াইনরঙা শাড়ি, সঙ্গে হাতাকাটা ব্লাউজ। তবে চোখ আটকে যাচ্ছিল গলার চোকার, চুলের স্টাইল আর মেকআপে। মেকআপে ব্যবহার করেছেন ‘ওয়াটারি শিমার’। রাতের বেলা মাঝনদীতে চাঁদের আলো পড়লে যেমন চিকচিক করে ওঠে, টয়ার মেকআপ অনেকটা সে রকম। চুলে জেল দিয়ে পেছনে ছেড়ে দিয়েছেন। দেখে মনে হবে, যেন পানি থেকে মাত্র উঠে এলেন। গলার চোকারটা এককথায় অনবদ্য। টয়াকে এভাবে সাজিয়ে দিয়েছে এলিগেন্ট বাই সামিনা সারা। চোকারটি মেহের থেকে নেওয়া। এটি মেকআপশিল্পী সামিনা সারার গয়নার ব্র্যান্ড।