আমাদের সবার জীবনে এমন একজন বন্ধু বা কাছের মানুষ আছেন, যার সবই আছে। জন্মদিনে বা নতুন বছরের প্রাক্কালে অথবা কোনো উৎসব উপলক্ষে সেই মানুষটাকে উপহার দিতে চাইলে কিছুই মাথায় আসে না! আচ্ছা, উপহার দিতে কি আর উপলক্ষের প্রয়োজন? এই বাইরে বের হলেন, উইন্ডো শপিং (কেনার উদ্দেশ্যে বের না হয়েও কেনাকাটা করে ফেলা) করলেন। দেখলেন ৫০% ফ্ল্যাট ছাড়! ব্যস, যা কিছু পছন্দ, নিয়ে নেওয়া হলো। এখন এগুলো পছন্দের মানুষকে উপহার দিতে নেই মানা। যারা উপহার দেন আর পান, তারা জানেন, দুটোটেই সমান আনন্দ। মাঝেমধ্যেই উপহার দেওয়ার আনন্দ ছাড়িয়ে যায় পাওয়ার আনন্দকেও। চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক এমন কিছু উপহারের তালিকায়, যেগুলো আপনি এমন কাউকে দিতে পারবেন, যার সব আছে।
উপহার হিসেবে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কোথাও খেতে নিতে যেতে পারেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে নতুন স্বাদের কোনো খাবার প্যাকেটে মুড়ে উপহার দিতে পারেন। বাজারে প্রায়ই আসে নতুন স্বাদের কেক, পিৎজা, পাস্তা অথবা বার্গার। সেগুলো তো আছেই। উপহার হিসেবে ভিন্ন ভিন্ন স্বাদের এক বাক্স চকলেটের আবেদন সবার কাছেই সমান।
একটা ভালো পারফিউম সব সময়ই আবেদনময়। সৌরভপ্রেমীদের আলমারিতে যতই থাকুক না কেন, এক বোতল পারফিউম কখনোই অতিরিক্ত নয়।
কাকে উপহার দিচ্ছেন, এর ওপর অনেকটাই নির্ভর করে, কী উপহার দিচ্ছেন। যেমন ধরুন, একজন আঁকতে খুবই ভালোবাসেন। তাকে দিতে পারেন ছবি আঁকার সরঞ্জাম। একজন হয়তো শিল্পের খুবই কদর করেন। তার কাছে একটা ভালো চিত্রকর্ম কখনোই বাড়তি নয়। বরং সব সময়ই চমৎকার সংযোজন। যিনি বই পড়তে ভালোবাসেন, তাকে একটা বা একসেট বই দিতেই পারেন। কেননা, বইয়ের সংগ্রহের তো আর সীমা–পরিসীমা নেই।
বই, গাছ আর ফুল—এই তিন উপহার সব সময় ট্রেন্ডি। ঘরে বা বারান্দার জন্য গাছ উপহার দিতে পারেন। আর প্রিয় মানুষের বাড়িতে একটা ফুলের তোড়া হাতে উপস্থিত হলে কে খুশি না হয়ে পারে!
যদি কিছুই উপহার দেওয়ার মতো খুঁজে না পান, তাহলে উপহার দিতে পারেন গিফট কার্ড। যাকে দিচ্ছেন, তিনি তার প্রয়োজনমতো কিছু একটা নিয়ে নিলেন।
প্রিয় মানুষকে কোনো ক্লাবের সদস্য করে দিতে পারেন। দিতে পারেন এক বছরের জন্য কোনো ওটিটির পাসওয়ার্ড।
প্রিয় মানুষটিকে নিয়ে চলে যেতে পারেন সিনেমা হলে। একটা সিনেমা, পপকর্ন, কিছু খাবার, ড্রিঙ্কস—সব মিলিয়ে সুন্দর একটা সময়, এটাও হতে পারে মনে রাখার মতো একটা উপহার।
প্রিয় মানুষকে দিতে পারেন স্পা, বডি ম্যাসাজ, বেড়ানোর জন্য আসা–যাওয়ার প্লেনের টিকিট বা হোটেলের খরচ।
ঘর সাজানোর টুকিটাকি উপকরণ, ফুলদানি, মোম, ঘড়ি, রঙিন বোতল, মগ—এগুলোও সব সময়ের উপহার।
উপহার হিসেবে পোষা প্রাণী বা অ্যাকুয়ারিয়ামও মন্দ নয়।