মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের এক করার কাজটি করেছিলেন মোবারক হোসেন ও রাজিব দেবনাথ। তাঁদের হাত ধরে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাভাবিপ্রবি সাহিত্য সংসদ। ক্যাম্পাসে যাঁরা বিচ্ছিন্নভাবে লেখালেখি করেন, সাহিত্যের প্রতি যাঁদের টান আছে কিংবা যাঁরা বই পড়ার ব্যাপারে আগ্রহী, সবাইকে এক করতে চেষ্টা করছেন সংগঠনের সদস্যরা।
পাঠচক্র, কবিতা সন্ধ্যার মতো নিয়মিত আয়োজনের পাশাপাশি সদস্যদের লেখালেখিতে উৎসাহিত করে থাকে মাভাবিপ্রবি। সাহিত্য সংসদের ফেসবুক প্ল্যাটফর্মে যাঁরা নিয়মিত লেখালেখি করেন, তাঁদের মধ্য থেকে প্রতি মাসে সেরা লেখক ও বই আলোচক (বুক রিভিউয়ার) পুরস্কার দেওয়া হয়। শিক্ষার্থীদের বইমুখী করতেও নানামুখী আয়োজন আছে মাভাবিপ্রবি সাহিত্য সংসদের। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতা পায় এই সংগঠন। আছে দেয়ালিকা ও ভাঁজপত্র প্রকাশের মতো কাজও।
যাত্রা শুরুর পর থেকে দুই বইমেলায় ছয়জন লেখকের মোট ১০টি বই বের হয়েছে। অল্প সময়ে এতগুলো বই প্রকাশকে বড় অর্জনই মনে করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজন দেবনাথ। তিনি বলেন, ‘ছোট পরিসরে হলেও আমাদের সংগঠনের সদস্যরা বাংলা সাহিত্যে অবদান রাখছেন, সেটাই বা কম কিসে!’
সভাপতি এস এম সানোয়ার হোসেনের স্বপ্ন আরও বড়। তিনি বলেন, ‘সাহিত্য জীবনের দর্পণ, যে দর্পণে একজন মানুষ শুধু নিজের জীবনকেই দেখেন না; দেখেন সমাজ, সংস্কৃতি ও সভ্যতাকে। আর সেই দর্পণ থেকে প্রতিফলিত আলোয় পরিবর্তন হয় দেশ, কাল ও জাতির। মাভাবিপ্রবি সাহিত্য সংসদ এ কথা মাথায় রেখেই সামনের দিনগুলোতে কাজ করে যাবে।’