মানবতার কল্যাণে দৌড়

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে আয়োজিত দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা। ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে আয়োজিত দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা। ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আজ শুক্রবার সকালে ব্র্যাক ব্যাংক এক দৌড় (মিনি ম্যারাথন) প্রতিযোগিতার আয়োজন করে। দৌড় শেষে সংগৃহীত তহবিলের পুরো ৬৯ লাখ টাকা মানুষের কল্যাণে নিয়োজিত ৯টি প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দেওয়া হয়।

রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাকের কর্মীরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন।

সকাল সাতটায় পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয় এই দৌড়। ব্র্যাকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ প্রায় চার হাজার নারী-পুরুষ এই দৌড়ে অংশ নেন। সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে হাতিরঝিলের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে আবার পুলিশ প্লাজার সামনে এসে দৌড় শেষ হয়।

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে আয়োজিত দৌড় প্রতিযোগিতায় অনুদান ও পুরস্কার বিতরণের আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ৩৪ লাখ ৫০ হাজার টাকার তহবিল সংগ্রহ করেন। এর সঙ্গে ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ দিয়ে তহবিল ৬৯ লাখ টাকা করা হয়। অনুষ্ঠানে তহবিল থেকে সুফিয়া খাতুন ফাউন্ডেশনকে ১৫ লাখ, কিডনি ফাউন্ডেশন সিলেটকে ১০ লাখ, সোসাইটি ফর ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে (সোয়াক) ৯ লাখ, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনকে ১০ লাখ, মঈন ফাউন্ডেশনকে পাঁচ লাখ, বারডেম হাসপাতালের চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেনকে পাঁচ লাখ, এখনই ডটকমের ক্রিস্টিকে পাঁচ লাখ, দীপশিখা স্কুলকে পাঁচ লাখ এবং চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

দৌড় শেষ করা প্রথম ১০ জন করে মোট ২০ জন নারী ও পুরুষকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। নারীদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবরী ইসলাম ও পুরুষদের মধ্যে ধামরাইয়ের নতুন কহেলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন হোসেন প্রথম হয়েছেন ।

বাবরী ইসলাম বলেন, ‘খুবই ভালো লাগছে, নিজের জন্য গর্বও হচ্ছে। দৌড় শেষ করতে নিজের টাইমিংটা আরও কমিয়ে আনতে পেরেছি, এ নিয়ে আমি আনন্দিত।’

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে আয়োজিত দৌড় প্রতিযোগিতার তহবিল থেকে সোসাইটি ফর ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে (সোয়াক) নয় লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

সকালের দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল বৃহস্পতিবার ধামরাই থেকে ঢাকায় আসেন ইমন হোসেন। মহাখালীর ওয়্যারলেস গেটে ছিলেন এক আত্মীয়ের বাসায়। তিনি বলেন, ‘সারা দেশে যেখানেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়, অংশ নিতে সেখানেই চলে যাই। দৌড়ানো আমার শখ। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।’

নারী দৌড় প্রতিযোগিতা বিভাগে দ্বিতীয় আর তৃতীয় হন শ্রাবণী ও পরমা এবং পুরুষ বিভাগে নাজমুল ও আরাফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘জীবনে সবাই আমরা দৌড়াই। লিজের লক্ষ্য ও গন্তব্যে পৌঁছাতে সবাইকে ভালো করে দৌড়াতে হবে। আমি নিজেও দৌড়ের ওপর থাকি। সুন্দর আয়োজনের জন্য ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ।’

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে আয়োজিত দৌড় প্রতিযোগিতার তহবিল থেকে দীপশিখা স্কুলকে পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে। ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, ‘মানুষ, পৃথিবী ও মুনাফা এই তিনটি মূল দর্শনের আলোকে সামাজিক দায়বদ্ধতা ব্যাংকের ডিএনএতে আছে। সামাজিক কাজে আমাদের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, একসঙ্গে আমরা মানবতার কল্যাণে ভিন্ন মাত্রা যোগ করতে পারি।’

প্রতিযোগিতায় অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ, সিওও সাব্বির হোসেন, সিএফও এম মাসুদ রানা, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসহ সারা দেশে ব্র্যাক ব্যাংক ও অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।