কুইজ খেলে জিতুন কক্সবাজারে ২ দিন ১ রাত থাকার সুযোগ। অংশগ্রহণ করতে START<>BPA লিখে পাঠান 22221 নম্বরে।
কুইজ অংশগ্রহণের নিয়মাবলি
আপনাকে প্রথম আলো নিউজ সার্ভিসটি চালু করতে হবে।
যেভাবে চালু করবেন—আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন STARTBPA এবং পাঠিয়ে দিন ২২২২১ নম্বরে।
সার্ভিস চার্জ ২ টাকা (ভ্যাট, এসডি, এসসি ও অটোরিনিউয়াল প্রযোজ্য)।
নিউজ নোটিফিকেশনের সঙ্গে পর্যায়ক্রমে ৩টি করে প্রশ্ন আপনার মোবাইলে পাঠানো হবে।
উত্তর পাঠাতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PALOA/B এবং পাঠিয়ে দিন ২২২২১ নম্বরে। SMS চার্জ ২ টাকা (ভ্যাট, এসডি ও এসসি প্রযোজ্য)।
আপনার স্কোর জানতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PALOSC এবং পাঠিয়ে দিন ২২২২১ নম্বরে। SMS চার্জ ২ টাকা (ভ্যাট, এসডি ও এসসি প্রযোজ্য)।
প্রতিদিনের প্রশ্ন পেতে আপনাকে প্রথম আলো নিউজ সার্ভিসটি চালু রাখতে হবে। প্রতিদিন বেলা ২টার পরে আপনি কুইজের প্রশ্ন পাবেন। উত্তর পাঠানোর শেষ সময় রাত ১১টা।
প্রতি সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দুজন করে মোট ছয়জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীরা প্রত্যেকে পাবেন তাঁদের সঙ্গীকে নিয়ে কক্সবাজার হোটেল রয়েল টিউলিপে ২ দিন ১ রাত থাকা সুব্যবস্থা। অফারের মেয়াদ ৩১ মে ২০২০ পর্যন্ত।
*শুধু গ্রামীণফোন, রবি ও এয়ারটেল গ্রাহকেরা কুইজে অংশগ্রহণ করতে পারবেন।