ভোজ কয় যাহারে

ঈদের দিন দুপুরবেলার ভোজ হোক আয়েশি। পোলাও, কোরমা দিয়ে পেট ভরার পর শেষ পাতে হোক মিষ্টিমুখ। আছে গরমে প্রাণজুড়ানো মজার পানীয়। রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

বারবিকিউ মাছ

বারবিকিউ মাছ

উপকরণ:

১ম ধাপ—কোরাল মাছ ১২০০ গ্রাম, ভিনেগার আধা কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো

২য় ধাপ—লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, চিলি সস আধা কাপ, সয়া সস ২ টেবিল চামচ, ফিস সস ১ টেবিল চামচ, চিনি ২ চিমটি, আনারস পেস্ট ৩ টেবিল চামচ, রসুনের কোয়া ৮-১০টা ও চেরি টমেটো, আনারস, পেঁপে, গাজর মিলে ২ কাপ।

প্রণালি: ধাপ ১–এর উপকরণগুলাকে মাখিয়ে মেরিনেশনে রাখুন ২০ মিনিট। এবার ধুয়ে নিয়ে ধাপ দুইয়ের উপাদান দিয়ে মাখিয়ে মেরিনেশন করে নিন ১ ঘণ্টা। এবার ওভেনে ১৬০ ডিগ্রিতে ৩০ মিনিট বেক করে নামিয়ে নিন।

মুরগির কোরমা

মুরগির কোরমা

উপকরণ: মুরগি ১ কেজি, টক দই সিকি কাপ, মিষ্টি দই সিকি কাপ, ধনেগুঁড়া ২ টেবিল চামচ, টালা জিরাগুঁড়া ১ চা-চামচ, কাজুবাদামবাটা ৩ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, লবণ ২ চা-চামচ, চিনি ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা অল্প, আস্ত কাঁচা মরিচ ৫টি, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, আদা–রসুনবাটা ১ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ, ঘি আধা কাপ, এলাচি ৪টি, লং ৮টি ও দারুচিনি ২টি।

প্রণালি: মুরগির সঙ্গে মিষ্টি দই আর টক দিয়ে মাখিয়ে এক ঘণ্টা মেরিনেশনে রাখুন। প্যানে ঘি গরম করে তাতে গোটা মসলা দিয়ে দিন। এবার পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। লালচে হলে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে দুবার কষিয়ে নিন। ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে নাড়ুন। দুধ যোগ করে সেদ্ধ হতে দিন। হয়ে গেলে লেবুর রস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

গরুর রেজালা

গরুর রেজালা

উপকরণ: গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ ১ কাপ, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, এলাচি ৬টি, দারুচিনি ২ টুকরা, লং ১২টি, লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ২ টেবিল চামচ, টালা জিরাগুঁড়া ১ চা-চামচ, বাদামবাটা সিকি কাপ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ,

টক দই ১ কাপ, ঘি আধা কাপ, তেল ১ কাপ, লবণ ও পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

প্রণালি: টক দই দিয়ে মাংস ম্যারিনেট করুন। ঘি ও বেরেস্তা বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে আরও এক ঘণ্টা ম্যারিনেট করুন। চুলায় প্যান বসিয়ে অল্প আঁচে রান্না করুন দুই ঘণ্টার মতো। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ঘি ও বেরেস্তা দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।