ভালোবাসা দিবস উপলক্ষে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় রয়েছে নানা আয়োজন। ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত দম্পতিরা ১৯ হাজার ৯৯৯ টাকায় ভ্যালেন্টাইন রুম প্যাকেজে পাচ্ছেন নানা সেবা। সুইট রুমে থাকার পাশাপাশি এ প্যাকেজে পাওয়া যাবে সকাল ও রাতের খাবার। ভালোবাসা দিবসে হোটেলটির বিভিন্ন রেস্তোরাঁয় থাকছে ভিন্ন খাবারের আয়োজন। অ্যালিমেন্টস রেস্তোরাঁয় জনপ্রতি খেতে পারবেন সাত হাজার টাকায়। নির্ধারিত ক্রেডিট কার্ডে একটির সঙ্গে আরেকটি খাবার পাওয়া যাবে বিনা মূল্যে। অ্যাকুয়া ডেকে দম্পতিরা ১৪ হাজার টাকায় ৪ কোর্সের রাতের খাবার পাবেন। আমবার রুমে ৫ কোর্সের রাতের খাবার দম্পতিরা পাবেন ১৬ হাজার টাকায়।
ভালোবাসা দিবসে খাবারসহ কিছু বিশেষ রুম প্যাকেজের ব্যবস্থা করেছে আমারি ঢাকা। দম্পতি রুম প্যাকেজ এবং আমায়া ফুড গ্যালারিতে বুফে ও ড্যান এবং ডেক ৪১-এ থাকবে দম্পতিদের জন্য বিশেষ সেট মেনু। আমারির সিগনেচার বুফে আমায়াতে থাকছে উপহারের ব্যবস্থা। জনপ্রতি খেতে পারবেন ৫ হাজার ৯৯৯ টাকায়। দুজনের জন্য রেস্টুরেন্ট ডেক ৪১–এ সেট মেনু থাকছে ২৫ হাজার টাকায়। ড্যানে দম্পতিদের জন্য সেট মেনু পাওয়া যাবে ১৫ হাজার টাকায়।
ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সিতে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে গানের অনুষ্ঠান। গ্রিল অন দ্য স্কাইলাইন রেস্তোরাঁয় দম্পতিদের জন্য রাতের খাবারের আয়োজন থাকছে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায়। থাকছে বিশেষ পানীয় (ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক) ও হৃদয় আকারের কেক, সঙ্গে মোমবাতির আলোয় সরাসরি সংগীত সন্ধ্যা উপভোগের সুযোগ। দিনটিকে স্মরণীয় করে রাখতে থাকছে ছবি তোলার জন্য সজ্জিত ফটো বুথ, ছবি তোলার পরপরই ফটো ফ্রেমসহ সেটা পেয়ে যাবেন অতিথিরা। সেরা জুটির জন্য থাকছে পুরস্কার। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্তোরাঁয় মাত্র ৩ হাজার ৯৯৯ টাকায় রাতের খাবার আয়োজন করা হয়েছে। নির্ধারিত ক্রেডিট কার্ডে একটির সঙ্গে আরেকটি খাবার পাওয়া যাবে বিনা মূল্যে।