ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

২৯ ফেব্রুয়ারি স্বপ্ন নিয়েতে প্রকাশিত সমাবর্তনের সকালে' শীর্ষক লেখায় একটি তথ্যবিভ্রাট লক্ষ করা গেছে। প্রকৃত তথ্যটি হচ্ছে,উপাচার্য আইনুন নিশাত জানান, সমাবর্তনে যে গাউন পরা হয়, এটি মূলত ঔপনিবেশিক একটি ধারা এবং যা অনেকটা গির্জার পুরোহিতদের পরিধেয় গাউনের মতো। আমরা এই ধারার বাইরে আসতে চেয়েছি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গাউনে আমরা কালোর বদলে নীল রঙ দিয়েছি এবং এতে যোগ করেছি নকশিকাঁথার নকশা।'