ফ্যাশন

বিশ্বজুড়ে ফ্যাশন

বিশ্বজুড়ে প্রতিমুহূর্তেই দেখা যাচ্ছে ফ্যাশনের ঝলক। তারকারা বা ফ্যাশন ব্র্যান্ডগুলো পোশাক বা সাজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে চলতি ধারায় কি চলছে।

শাড়িতে মিরা রাজপুত

বলিউড থেকে না হলেও বলিউড অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত ফ্যাশনের ব্যাপারে বেশ সচেতন। সম্প্রতি তাঁকে দেখা গেছে অনিতা ডংরের নকশা করা গাঢ় হলুদ রঙের শাড়িতে। উজ্জ্বল রঙের শাড়ির সঙ্গে মিরার সাজ ছিল খুব হালকা। গয়না হিসেবে হাতে ছিল মুক্তার ব্রেসলেট ও আংটি। অন্য হাতে রেখেছিলেন হলুদ, গোলাপি ও হালকা সবুজ রঙের বটুয়া।

সূত্র এনডিটিভি

মিষ্টি সাজে গাগা

হালকা গোলাপি রঙের রুশড মিডি ড্রেসে দেখা গেল সংগীতশিল্পী লেডি গাগাকে। হাতে নিয়েছিলেন সাদা রঙের পেটিট ফেন্ডি ব্যাগ। পলকা ডটের পোশাকের নিচের দিকে ছিল হালকা কুঁচি। মেকআপে হালকা গোলাপি লিপস্টিক আর চোখে ক্যাটস আই সানগ্লাস। চুল ছিল বাঁধা। লেডি গাগার জন্য বেশ মিষ্টি ধাঁচের সাজই বলতে হয়।

সূত্র ভোগ