চলতি রস

বিশ্বকাপের থিম কাব্য

.

বিশ্বকাপ শুরুর আগে একটা করে থিম সং বানানো হয়। কিন্তু কবিতা থাকে উপেক্ষিত। যদি বিশ্বকাপের আগে থিম সং না বানিয়ে থিম কাব্য বানানো হতো, তাহলে কী হতো? আর সে থিম কাব্য যদি লিখতেন আমাদের কবিরা, তাহলে কী-ই বা লিখতেন তাঁরা?  

কাজী নজরুল ইসলাম
খেল বীর—
খেল উন্নত মম শির!
শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির!
মারিয়া আজ বলে ধরাইব চিড়
মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য তারা
ব্যাট দিয়া আজ বল করিব মাঠছাড়া!

নির্মলেন্দু গুণ

আমি বলছি না চার মারতেই হবে,
আমি চাই কেউ একজন আমায় ফুলটস দিক
আমি বলছি না আমি ছয় মারবই
শুধু চাই কেউ একজন লোপ্পা একটা বল ঝুলিয়ে দিয়ে বলুক—
তোমার রান এত কম কেন?

সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি,
একটি ওভার চলে গেল, কেউ কথা রাখেনি!
চিকনা চাকনা ওই বোলারটা বলেছিল, জোরে বল করবে না
ঠিকই সে জোরে বল করে স্টাম্প উপড়ে ফেলল!
অফস্পিনার ওই বোলারটা তার হাতের বলটা দেখিয়ে বলেছিল,
এই পিচে বেশি স্পিন ধরে না, আর স্পিন করব না।
সে কথা রাখেনি;
অনেক ওভার চলে গেল, কেউ কথা রাখেনি!
প্রচলিত ছড়া 

নোটন নোটন ব্যাটসম্যানগুলো
খেলতে নেমেছে,
দুই ধারেতে দুইটা ছেলে
জুটি বেঁধেছে;
কে দেখেছে কে দেখছে
বোলার দেখছে,
বোলারের হাতে বল ছিল,
ছুড়ে মেরেছে;
ওমা! ছক্কা হয়েছে!