আয়োজন

বিশেষ দিনে বিশেষ ছাড়

৮ মার্চ ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি উইমেন হেলথ ডে’। সকাল ১০টায় এই কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। এদিন বিভিন্ন বয়সের তিন শতাধিক নারীকে বিনা মূল্যে সেবা দেওয়া হয়। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল একটি নিছক হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। ভবিষ্যতে এ ধরনের আরও জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।