এক ছিল প্রজাপতি, আর ছিল মোরগ। খুব ভালো বন্ধু ওরা। দুজনই ফুল পছন্দ করত। ফুলের মালা, ফুলের বাগান—এসব ওদের খুব পছন্দ ছিল।
একদিন প্রজাপতি এক ফুলের বাগানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পেয়ে গেল একটা রুমাল। প্রথমে সে বুঝতে পারেনি ওটা কী। কারণ, ওটা অনেকগুলো লাল জবা ফুল দিয়ে ঢাকা ছিল। প্রথমে সে ফুলগুলো দেখে ভাবল, এগুলো নিয়ে গেলেই হয়। যে–ই না সে ফুলগুলো তুলল, সে–ই দেখে একটা রুমাল। সে ভাবল, চটজলদি এটা মোরগবন্ধুর কাছে নিয়ে যেতে হবে। যেমনি ভাবা, তেমনি কাজ। মোরগবন্ধুর কাছে রুমালটা জলদি নিয়ে গেল প্রজাপতি। বন্ধু মোরগকে দেখাল।
মোরগ বলল, ‘এটা তুমি কোথায় পেলে?’
প্রজাপতি বলল, ‘একটা বাগানে ঘুরছিলাম, ওখানেই পেলাম।’
ঠিক সে সময় মিষ্টি একটা পরি তাদের সামনে উপস্থিত হলো। গোলাপি ধোঁয়ায় ভরে গেল চারদিক। পরি বলল, ‘এই রুমাল তোমরা যত্ন করে রেখে দাও। এটাকে যত্নে রাখলে তোমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে।’ এই বলে পরিটি উধাও হয়ে গেল।
পরির কথা অবশ্য সত্যি হলো। প্রজাপতি আর মোরগ সারা জীবন খুব ভালো বন্ধু হয়ে থাকল। কেউই তাদের সম্পর্কে চির ধরাতে পারল না।
চতুর্থ শ্রেণি, মাহমুদুল হক স্যাপার প্রাথমিক বিদ্যালয়, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, নাটোর