অন্য খবর

ফিওদর কোনিয়ুকভের বেলুনযাত্রা!

ফিওদর কোনিয়ুকভ
ফিওদর কোনিয়ুকভ

বেলুনে উড়ে বিশ্বভ্রমণের গল্পগাথা লেখা হয়েছে অনেক আগেই। তবুও ফিওদর কোনিয়ুকভের মতো পোড়খাওয়া অভিযাত্রীরা বসে থাকার পাত্র নন। কারণ রুশ অভিযাত্রী ফিওদর কোনিয়ুকভ জীবনের ৬৫ বসন্ত পার করেছেন এমন সব নতুন বিশ্বরেকর্ড গড়ার নেশায়। কখনো পা বাড়িয়েছেন এভারেস্ট চূড়া জয় করতে। কখনো বা অংশ নিয়েছেন দৌড় প্রতিযোগিতায়। কিছুই যেন বাদ যায়নি তাঁর অভিযানের খাতা থেকে। কোনিয়ুকভ সেই রেকর্ডযাত্রায় এবার যুক্ত করতে যাচ্ছেন একক অভিযাত্রী হিসেবে কম সময়ে বেলুনে বিশ্বপরিভ্রমণের কীর্তি। এখন পর্যন্ত এই রেকর্ড যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক অভিযাত্রী স্টিভ ফসেটের দখলে। ফসেট ২০০২ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার শহর নর্থেম থেকে বেলুনযাত্রা শুরু করেছিলেন। সে যাত্রায় তিনি সময় নিয়েছিলেন মাত্র ১৩ দিন। কোনিয়ুকভও সেই পদাঙ্ক অনুসরণ করেছেন। তাই ফসেট যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, তিনিও অস্ট্রেলিয়ার সেই শহর থেকেই যাত্রা শুরু করেছেন।
১৭০ ফুট লম্বা বেলুনের বাসিন্দা কোনিয়ুকভের যাত্রাপথ তাসমানিয়া সাগর, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আফ্রিকা এবং ভারত মহাসাগরের আকাশ। এই দীর্ঘপথ পাড়ি দিয়ে তাঁর যাত্রা শেষ হওয়ার কথা ফের অস্ট্রেলিয়াতে।
এনবিসিনিউজ অবলম্বনে সজীব মিয়া