প্রেমিকের ক্যামেরায় প্রেমিকার এক ডজন ছবি

বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের প্রেমিকের নাম কী? প্রশ্নটা অনেকের কাছেই কমন পড়বে। কেননা, বেশ কিছুদিন ধরে বলিউডের অলিগলিতে শোনা যাচ্ছে তাঁদের বিয়ের ফিসফাস। পাত্র আর কেউ নয়, বলিউডের নামকরা সেলিব্রিটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ। শ্রদ্ধা আর রোহান দুজনে বেশ আগের বন্ধু। একটা পার্টিতে দেখা হয়েছিল তাঁদের। দেখা হবার পর মনে হলো, বন্ধু হলে মন্দ হয় না। বন্ধু হবার পর দুজনেরই মনে হলো, সম্পর্কটা প্রেম পর্যন্ত গড়ানো থেকে কেউ আটকাতে পারছেন না। রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠও বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার। তিনি ছেলের এ সম্পর্ক নিয়ে খুবই খুশি। এমনিতেই প্রেমিক প্রেমকার ছবি তুলে দেন, এটা একটা কমন চিত্র। হাতে নাকি ক্যামেরা থাকলে নারীদের দৃষ্টি আকর্ষণ সহজ হয়। সে যা–ই হোক, দেখে নেওয়া যাক রোহানের ক্যামেরায় শ্রদ্ধার কয়েকটি ছবি।
প্রেমিকের ক্যামেরায় সাদাকালো প্রেমিকা। কিছুদিন আগেই এ জুটি ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে
প্রেমিকের ক্যামেরায় সাদাকালো প্রেমিকা। কিছুদিন আগেই এ জুটি ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে
রোহান বা শ্রদ্ধা তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও রোহানের বাবা রাকেশ হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এরা দুজন কলেজের সময় থেকে ভালো বন্ধু। বেশ আগে থেকে চেনাজানা। দুজনই ক্যারিয়ারে ভালো করছে। ওদের বেশকিছু “কমন ফ্রেন্ড”ও আছে। দুজন যদি বিয়ে করতে চায়, আমার রাজি না হওয়ার কোনো কারণ নেই। ওদের দুজনের একসঙ্গে সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এটাই পরিণত ও বুদ্ধিমানের কাজ হবে’
ফারহানের সঙ্গে ছাড়াছাড়ির পর শ্রদ্ধা আর রোহানের প্রেম চমৎকারভাবে গোপন রখেছেন এই জুটি
প্রেমিক রোহানের তুলে দেওয়া ছবি দিয়ে ফেমিনার কভারে শ্রদ্ধা
এটিও ফেমিনার জন্য তোলা। রোহানের বাবা রাকেশের মতোই শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও নাকি সম্মতি দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়ে নিজের পছন্দের কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে আমাদের আপত্তি নেই।’ এর আগে ফারহান আখতারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল শ্রদ্ধার। তবে ফারহানকে পছন্দ ছিল না শক্তি কাপুরের। তাই টেকেনি তাঁদের প্রেম।
কসমোপলিটানের প্রচ্ছদে শ্রদ্ধা। ছবিটি তুলেছেন প্রেমিক
শ্রদ্ধার বিভিন্ন বিজ্ঞাপনের ফটোশুটও করেন প্রেমিক রোহান শ্রেষ্ঠ
‘গ্রাজিয়া ইন্ডিয়া’র প্রচ্ছদে শ্রদ্ধা। ছবি তুলেছেন রোহান। প্রেমিকার প্রায় সব গুরুত্বপূর্ণ ফটোশুটই রোহানের করা। এমনকি শ্রদ্ধার মডেলিংয়ের ক্যারিয়ারই শুরু হয়েছিল রোহানের ক্যামেরার সামনে
ভারতীয় গণমাধ্যম ‘মুম্বাই মিরর’ বলছে, অল্প কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা—শ্রদ্ধা কাপুর ও রোহান শ্রেষ্ঠ। এমনকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিয়ের আয়োজনের প্রস্তুতি
একসময় শোনা গিয়েছিল ফারহান আখতারের সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। একসঙ্গে ‘রক অন টু’ ছবিতে কাজ করেছিলেন তাঁরা। এমনকি ফারহানের সঙ্গে এক বাড়িতে থাকতেও শুরু করেছিলেন শ্রদ্ধা। কিন্তু তাঁর বাবা শক্তি কাপুর সেটা মেনে নেননি। ফারহানের বাড়ি থেকে মেয়েকে টেনে বের করে নিয়ে এসেছিলেন। যদিও বাবা-মেয়ে কেউ এ ঘটনা স্বীকার করেননি
শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুর বিয়ে নিয়ে নানা আইডিয়ার বিশাল তালিকা তৈরি করেছেন
বলিউডের পরবর্তী ‘মিস্টার অ্যান্ড মিসেস’ রোহান আর শ্রদ্ধা

সমস্ত ছবি রোহান শ্রেষ্ঠর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।