১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক নিয়েই ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’।
২০১৩ সালের ২৪ মার্চ রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকম ভবনে প্রথম জাদুঘরটি উদ্বোধন করা হয়। আর এখনকার ভবনটি নির্মাণ করা হয়েছে পুলিশ স্মৃতিস্তম্ভের ঠিক পাশেই। জাদুঘরটিতে মুক্তিযুদ্ধের সময় পুলিশ সদস্যদের ব্যবহৃত রাইফেল, বন্দুক, মর্টার শেল, হাতব্যাগ, টুপি, চশমা, মানিব্যাগ ও ইউনিফর্ম রাখা হয়েছে। দেয়ালজুড়ে সেঁটে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের যুদ্ধের সময়ের ডায়েরি, হাতে লেখা বিভিন্ন বার্তা, আলোকচিত্র ও পোস্টার। এ ছাড়া ব্রিটিশ আমলে ব্যবহৃত পুলিশের বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম স্থান পেয়েছে এখানে।
সপ্তাহের বুধবার বাদে প্রতিদিন সকাল ১০টায় জাদুঘরের দরজা খোলা হয়। সবার জন্য উন্মুক্ত এই জাদুঘর মার্চ থেকে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হয়। তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত খোলা রাখা হয় বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টায় বন্ধ থাকে এক ঘণ্টার জন্য। জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা।