নয় বন্ধুর প্রদর্শনী

বাংলাদেশ নদী আর মাছের দেশ। এ জন্যই তো মাছে–ভাতে বাঙালি। সেই চিত্র দেখা যাবে নীল ক্যানভাসে। আবার শীতের স্কটল্যান্ডের চিত্রও আছে দেয়ালে। ৯ বন্ধুর একটি দলীয় চিত্র প্রদর্শনী শেষ হলো রাজধানীর ধানমন্ডির চার নম্বরে সফিউদ্দিন শিল্পালয়ে। বন্ধু দলের এই উদ্যোগ যেন অন্য রকম প্রশান্তি দেয় চোখে আর মনে। ৫ মার্চ থেকে শুরু করে সাত দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। নানা বয়সী বন্ধু মিলে এমন ছবির প্রদর্শনী করেন। তবে এটাই প্রথম নয়। এবারে চতুর্থবারের মতো চলছে এই আয়োজন। ৯ বন্ধু হলেন আলফা বেগম, হোসনা বানু, জোসনা মাহবুবা, মো. আলমগীর, সাঈদা কামাল, শাহিদা আকতার, শামিম আহমেদ, শাম্মি ইয়াসমিন ও ইরানি আহমেদ। তাঁদের অনেকেই উপস্থিত ছিলেন প্রদর্শনীতে, আড্ডা দিয়েছেন দলবেঁধে। নিজেদের আঁকা ছবি দেখিয়ে এই ছবির মাধ্যমে কী বলতে চেয়েছেন, সেটাও জানালেন এই প্রতিবেদককে। অনেকেই নিজের ছবির সঙ্গে ছবি তুলেছেন। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।
সাত বন্ধু ছবি দেখে নানান স্মৃতিচারণা করছেন
সাবিনা ইয়াসমিন
শিল্পী শামিম আহমেদের ছবি
শাম্মি ইয়াসমিন দাঁড়িয়ে নিজের আঁকা ছবির সামনে
শাহিদা আক্তার তাঁর চিত্রকর্মের সামনে
ইরানি আহমেদ তাঁর লাল–নীল–সবুজ ফুলেল ক্যানভাসের সামনে
হোসনা বানু নিজের শিল্পকর্ম দেখছেন
বিভিন্ন রং আপনাকে প্রশান্তি দেবে
আলফা বেগম তাঁর বসন্ত চিত্রকর্মের সামনে
বৈচিত্র্যময় সব চিত্রকর্মে সেজে উঠেছে গ্যালারির দেয়াল
শিল্পী শামিম আহমেদ তাঁর শিল্পকর্ম দেখছেন