প্রচ্ছদ

নেইল পলিশের যে ধারা চলছে এখন

নেইল পলিশের নকশা নিয়ে চলছে এমন নানা ধরণের নিরীক্ষা। মডেল: রিবা, সাজ: পারসোনা
ছবি: কবির হোসেন

হঠাৎ-ই অফিসের লিফটে এক সহকর্মীর সঙ্গে দেখা। স্টাইলিশ হিসেবে তাঁর খ্যাতি আছে। মুখ মাস্কে ঢাকা থাকায় সবার আগে নখে গিয়ে আটকাল চোখ। সেখানে এক হাতে কালো রঙের নেইল পলিশের ওপর সাদা সাদা ফোঁটা। অন্য হাতের নখেও একই নকশা। কেবল উল্টে গেছের রঙের সমাহার। সাদা নেইল পলিশের ওপর কালো গোল গোল ছোপ। এরপর নজর গেল তাঁর পোশাকে। পরনে সাদা একটি বেল বটমের ওপর সাদাকালো টপস।

পারসোনার পরিচালক ও রূপবিশেষজ্ঞ নুজহাত খানকে ওপরের ঘটনাটি বলতেই জানালেন, এ বছর নেইল পলিশের এটাই ট্রেন্ড। বললেন, ‘নেইল পলিশ নিয়ে নিরীক্ষার শেষ নেই। তবে চলতি বছরে রঙের ক্ষেত্রে ম্যাট-ই প্রাধান্য পাবে। তাই বলে সব সময় যে পোশাকের সঙ্গে মিলিয়েই নেইল পলিশ পরতে হবে, এমন কোনো কথা নেই। রং আর নকশা—দুটোই নির্ভর করে মুড আর সেই নেইল পলিশ লাগিয়ে কোথায় যাওয়া হবে, তার ওপর।’

নেইল পলিশের নানা ধরন

সাজের ক্ষেত্রে সূক্ষ্ম কিছু বিষয় আছে, যেগুলো আপনাকে অন্য সবার থেকে আলাদা করে ফেলবে। নেইল পলিশ সে রকমই একটি অনুষঙ্গ।

বছরজুড়ে দুই হাত আর দুই পায়ের ২০টি নখে নানা ধরনের নেইল পলিশ লাগিয়ে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা দিনা। কেন লাগান নেইল পলিশ? বললেন, ‘রং নিয়ে খেলতে আমার ভালো লাগে। হাতটা সুন্দর দেখায়। নিজের একটা প্রতিচ্ছবি যেন থাকে নখে।’ কোন সময় কেমন নেইল পলিশ ব্যবহার করেন? বললেন, ‘কালো, ন্যুড, ওয়াটার কালার, গ্লিটার, ক্রিম—এগুলো কমবেশি সব সময়ই চলে। তবে প্রচণ্ড গরমে আপনি যদি টকটকে মেরুন রঙের নেইল পলিশ লাগিয়ে ঘোরেন, নিজের কাছেই ভালো লাগবে না।’ দিনা আরও জানালেন, কখন কোন নেইল পলিশ লাগাবেন, তা অনেকটাই নির্ভর করে মন আর বাইরের আবহাওয়ার ওপর। এ ছাড়া কী উপলক্ষে নেইল পলিশ লাগাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। ধরুন, মেঘলা আবহাওয়ায় জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। সবুজ রঙের প্রভাবে নিয়ন, হালকা হলুদ, সবুজ—এ রকম রংই মানায় যেন এদিন। গরমে হালকা রংই শ্রেয়। অনেক সময় মন বিষণ্ন থাকলে আমরা গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহার করে মনের ধূসরতা ঢাকার চেষ্টা করি বলেও যোগ করলেন দিনা।

চলছে এক এক নখে ভিন্ন ভিন্ন রঙের নেইলপলিশ পরার চল

বেশ কয়েক বছর ধরে নেইল আর্টিস্ট হিসেবে কাজ করেন প্রিমা ক্রুজ। তিনি যোগ করলেন, দাওয়াতে গেলে উজ্জ্বল লাল, কুচকুচে কালো বা যেকোনো রঙের গাঢ় শেড দেওয়া যেতে পারে। তার ওপর হালকা রঙে আঁকা যেতে পারে নানা নকশা। নখের ছোট ছোট স্টিকারগুলোও পাচ্ছে জনপ্রিয়তা। বললেন, ‘এখন তো একেক নখে একেক রং করাটা চলতি ধারা। বসন্তে ডেইজি ফুল বা নতুন পাতার কুঁড়ি আঁকেন অনেকেই। স্বচ্ছ নেইল পলিশের ওপরে ফুল আঁকতেও পছন্দ করেন অনেকে। অনেকে আবার নেইল পলিশ লাগান কেবল বাড়তি নখটুকুতে। শিশুরা তাদের পছন্দের বিভিন্ন কার্টুন চরিত্র এঁকে নেয় নখে। এতেই তারা মহাখুশি!’

নখে নেইল পলিশের ওপরই ব্যবহার হচ্ছে পুঁথি ও পাথর

নেইল পলিশের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ভেতর ঘুরেফিরে আসবে ল্যাকমে, শ্যানেল, গুচি, এলে এইটটিন, রেভলন, অলিভ অ্যান্ড জুন, ইজি, অরলি, আরমেস, গোল্ডেন রোজ—এ রকম কিছু নাম। এই ব্র্যান্ডগুলো কোনো নির্দিষ্ট রং বা স্টাইলকে অনুসরণ করে নতুন সংগ্রহ আনছে, এমন নয়। যেমন অলিভ অ্যান্ড জুন এনেছে ডেনিম ইন্সপায়ার্ড নেইল পলিশ। জিনসুনের নয়া সংগ্রহে এক বোতলেই রয়েছে বেশ কয়েকটি রঙের চকচকে গ্লিটারের মতো নেইল পলিশ। এ বছর রাতের অনুষ্ঠান বা দাওয়াতে চুমকির পোশাকের বিকল্প দেখছে না কেউ। সঙ্গে মিলিয়ে এ ধরনের রং তুলে নিতেই পারেন।

রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানালেন, ‘হাতটা ঘুরেফিরে সামনে চলে আসে। মাস্কে মুখ ঢাকা থাকায় নখ আর চোখের সাজের গুরুত্ব বেড়েছে। নেইল আর্টের মাধ্যমে নিজেকে খুব সহজেই অন্যদের সামনে শৈল্পিক আর সৃজনশীলভাবে তুলে ধরা যায়। নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলা যায়। আর এখন নেইল পলিশ নিয়ে চলছে নানা নিরীক্ষা। নেইল পলিশের ওপর নানা কিছু আঁকা, পাথর বসানো, গ্লিটার দিয়ে ডিজাইন করা, সম্পূর্ণ বিপরীত রং দিয়ে নকশা করা—সবই চলে। পাঁচটা আঙুলের ভেতর একটা বা দুটো আঙুলের নখে অন্য রকম নকশার বেশ চল আছে। রঙের ভেতর সিলভার আর পেস্টাল শেডগুলো (মিন্ট গ্রিন, বেবি ব্লু, ল্যাভেন্ডার, পিচ, ফিকে লাল) চলছে।’

নেইল পলিশ যে কেবল নারীরাই পরেন, তা নয়। পুরুষেরাও দেদার নখ সাজাতে তুলে নেন নেইল পলিশ। সম্প্রতি ব্রিটিশ সংগীত তারকা ও ফ্যাশন আইকন হ্যারি স্টাইলসের ব্র্যান্ড প্লিজিং বাজারে নিয়ে এসেছে নানা পদের নেইল পলিশ। সেদিক থেকে ধীরে ধীরে আন্তর্জািতকভাবে সাজের ‘ইউনিসেক্স’ অনুষঙ্গ হয়ে উঠছে এটি। মহামারিকাল পেরিয়ে এ বছরেও নখ রাঙাতে রাজত্ব থাকবে হালকা রঙের। হালকা ও গাঢ় শেডের রংও পাশাপাশি ভালো লাগবে। একই নখে এ রকম দুই মেরুর দুই বা তিনটি রঙের মিশেল নজর কাড়বে। স্বচ্ছ রং, হালকা রুপালি, গোলাপি, সাদা, চাপা সাদা, ধূসর, বাদামি এবং বেজ রং—হালকার ক্ষেত্রে ঘুরেফিরে এই নামগুলোই আসে বারবার। এ ছাড়া মেরুন, কালো, নীল, লাল, কমলা, সবুজ—গাঢ় বেজ নেইল পলিশও চলবে ক্ষেত্রবিশেষে।

নখে কী ধরনের নকশা করা হবে, তা অনেকটাই নির্ভর করে নখের আকৃতি, হাত-পায়ের ধরন, আবহাওয়া আর উপলক্ষের ওপর। চৌকো আকারের নখে যেমন নকশা ভালো লাগবে, তা আবার চোখা লম্বাটে বা গোলাকার নখে ভালো লাগবে না। ছিমছাম নখের নকশায় হালকা রং, পাশেই একটা গাঢ় রঙের পলিশ আলতো করে টেনে নিয়ে তার ওপর একটা স্বচ্ছ রঙের প্রলেপ দিতে পারেন। এতে নকশাটি টেকসই হবে। আবার পাঁচটি নখের মধ্যে তিনটি নখে হালকা নকশা করে বাকি দুটিতে একটু ভারী নকশাও করা যায়। নেইল পলিশের সঙ্গে নখে পুঁতি ও পাথরের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। থেমে থাকা সময় পেরিয়ে এ বছর ঘরে ও ঘরের বাইরে উত্সব-অনুষ্ঠানে নখ হয়ে উঠবে জমকালো, নকশাময়।