যাপিত রস

নিউটনের তিন বাংলাদেশি সূত্র

আঁকা: রাজীব
আঁকা: রাজীব
পদার্থবিজ্ঞান দাঁড়িয়ে আছে নিউটনের বিখ্যাত তিনটি সূত্রের ওপর। ধরা যাক, নিউটন এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছেন। দেশের কিছু ঘটনার পেছনে তিনটি করে সূত্রও দিচ্ছেন তিনি। সূত্রগুলো আমাদের সামনে নিয়ে এলেন সোহাইল রহমান


বন্দুকযুদ্ধের তিন সূত্র

১. বন্দুকযুদ্ধে শুধু হেফাজতে থাকা অপরাধীর গায়ে গুলি লাগে এবং সে মারা যায়।

২. দুই পক্ষের গোলাগুলিতে কখনোই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কারও গায়ে গুলি লাগে না।

৩. প্রতিটা বন্দুকযুদ্ধের গল্পই এক ও অভিন্ন।

ধর্ষণের তিন সূত্র

১. যাবতীয় দোষ দেওয়া হয় ধর্ষিতার পোশাকের।

২. ধর্ষিতা সাহস করে বিচার চাইতে গেলে সমাজ তাকে ছি ছি করে।

৩. ধর্ষককে ইনিয়ে-বিনিয়ে সমর্থন দেওয়া প্রতে্যক মানুষের মধ্যে একেকটি ধর্ষক বাস করে।

আন্দোলনের তিন সূত্র

১. বাহ্যিক কোনো উসকানি প্রয়োগ করলে স্থির আন্দোলন তুমুল বেগে গতিশীল হয়।

২. একশ্রেণির সুবিধাবাদী মানুষ দূর থেকে আন্দোলন পর্যবেক্ষণ করে এবং আন্দোলন সফল হলে নিজেদের পরিবর্তন করে আন্দোলনের পক্ষের শক্তি ঘোষণা করে।

৩. আগের ঘোষণা অনুযায়ী বিশেষ এক উৎসবের পর কোনো আন্দোলনই আলোর মুখ দেখে না।

রাজনৈতিক নেতার তিন সূত্র

১. ওপর মহল থেকে চাপ প্রয়োগ না করা হলে নেতাদের দেওয়া কোনো আশ্বাস কখনোই পূরণ হয় না।

২. যেদিকে পর্যাপ্ত সুবিধা পাওয়া যায়, নেতাদের পরিবর্তন সেদিকেই ঘটে।

৩. প্রতিটা নির্বাচনের আগেই নেতাদের চরিত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

বাংলা সিনেমার তিন সূত্র

১. প্রায় প্রতিটা সিনেমায় একবার হলেও বলা হবে, ‘এটা কোনো নাটক সিনেমা না, এটা বাস্তব।’

২. শুরুতে নায়ক যতই খারাপ হোক না কেন, সিনেমার শেষে সে ন্যায়ের পথে ফিরে আসবেই।

৩. নায়কের ঘুষি খাওয়া ভিলেন উড়ে যাবে আমার দেওয়া গতিসূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে।

ফেসবুকের তিন সূত্র

১. নতুন কোনো ইস্যু না এলে পুরোনো ইস্যু স্থির থাকে এবং সুষম গতিতে ফেসবুকজুড়ে চলতে থাকে।

২. ফেসবুক সেলিব্রিটিদের স্ক্রিনশট বের হওয়ার আগ পর্যন্ত তারা সৎভাবে জীবনযাপন করার জন্য ফলোয়ারদের উপদেশ দিতে থাকে।

৩. প্রতিটা ইস্যুরই পক্ষে-বিপক্ষে তর্ক করার জন্য প্রচুর স্ট্যাটাস থাকে।

নেতাদের বাণীর তিন সূত্র

১. নেতারা ঘুমে থাকেন এবং বাণী দেওয়ার আগে তাদের হিসাব থাকে না।

২. উল্টাপাল্টা বাণী দেওয়ার পর মন্ত্রীরা তা অস্বীকার করে বলেন, ‘এগুলো এডিট করা যায়।’

৩. আজকালকার অনেক নেতাকেই এক ও একাধিক হাস্যকর বাণী দিতে হয়।