নতুন আমি

নতুন সাজে মুশফিকুল হাসান

জন্ম নাটোরে হলেও ২০২০ সাল থেকে ঢাকাতেই স্থায়ীভাবে বাস করছেন মুশফিকুল হাসান। পড়াশোনা করছেন সরকারি তিতুমীর কলেজে। প্রথম আলোর ‘নকশা’য় ‘নতুন আমি’ বিভাগের বিজ্ঞাপন দেখে ছবি পাঠিয়ে দেন। সমাজবিজ্ঞানের এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই ‘নকশা’র ভক্ত। ‘নকশা দেখে দেখে মডেল হওয়ার ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই ছবি পাঠাই। ছবি পাঠানোর পর ফোনের জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে ফোন এল এবং আমার স্বপ্ন পূরণ হলে।’—বলছিলেন মুশফিকুল হাসান।

মুশফিকুল হাসান
মুশফিকুল হাসান

নতুন রূপে

মুশফিকুলের মধ্যে একটা অগোছালো ভাব ছিল। পারসোনা অ্যাডামসে তাঁকে একটা গোছালো রূপ দেওয়া হয়েছে। সতেজ দেখানোর জন্য দেওয়া হয়েছে হালকা মেকআপ।

নতুন রূপে মুশফিকুল হাসান

পোশাক

মুশফিকুল হাসান সাধারণত জিনস, টি-শার্ট ও পোলো বেশি পরেন। ঈদের কারণে মুশফিকুল হাসান পীতরঙা পাঞ্জাবির ওপরে পড়েছেন কফি রঙের কটি। তার সঙ্গে মিলিয়ে বেগুনি রঙের প্যান্ট আদলের পায়জামা।

চুল

সোজা চুল একটু ছোট করে মুশফিকুল হাসানের চেহারার উপযোগী করা হয়েছে। হেয়ার জেল দিয়ে চুলগুলো ওপরের দিকে একটু খাড়া করে রাখা হয়েছিল।

দাড়ির স্টাইল

মুশফিকুল হাসানের মুখের গড়ন কিছুটা ছোট। গড়নের সঙ্গে মিলিয়ে দাড়িকে ট্রিম করে দেওয়া হয়েছে। তাতে চেহারায় ভরাট ভাব চলে এসেছে।

গ্রন্থনা: তারিকুর রহমান খান