জাতীয় নারী ক্রিকেটার, উপস্থাপিকা থেকে সব ছাপিয়ে সাথিরা জাকির জেসির পরিচয় তিনি এখন আন্তর্জাতিক ধারাভাষ্যকার। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলাধুলাবিষয়ক জনপ্রিয় চ্যানেল স্টার স্পোর্টসে ধারাভাষ্য (বাংলা) দিয়ে অর্জন করেছেন বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক ধারাভাষ্যকারের খেতাব।
বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেটের অনুষ্ঠান সঞ্চালনায় নিয়মিত সাথিরা জাকির জেসি। ২ থেকে ৬ জুলাই ভারতে তিনি নতুন দায়িত্ব পালন করেন।
দেশে ফিরে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। ব্রায়ান লারা, গৌতম গম্ভীর, ব্রেট লিদের সঙ্গে মাইক্রোফোন হাতে মানিয়ে নেওয়া, মনোজ তিওয়ারির সঙ্গে বাহাসে জড়িয়ে পড়া—প্রথম আলো কার্যালয়ে বসে শোনালেন সেই সব গল্প। বললেন, ‘আমরা প্রথম নারী জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। সেটাও ছিল একটা ইতিহাস। একসময় কেউ না কেউ এগুলো করত। কিন্তু শুরুটা যখন আমি করতে পেরেছি, এটা অবশ্যই গর্বের।’
এবার বিশ্বকাপের সময় এক দিনের নোটিশে চুক্তিপত্র সেরে ২ জুলাই ভারতের উদ্দেশে উড়াল দিলেন সাথিরা। মুম্বাইয়ের স্টুডিওতে গিয়ে তো চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। মাইক্রোফোন হাতে নিয়ে ক্রিকেট ম্যাচের ধারাবিবরণী ও বিশ্লেষণ করতে হবে ব্রায়ান লারার মতো কিংবদন্তির পাশে বসে। এ ছাড়া গম্ভীর, ব্রেট লিরা তো আছেনই। জেসি বললেন, ‘প্রথম দিন থেকেই সেখানে সবাই আমাকে এমনভাবে আপন করে নিয়েছেন, যেন তাঁদের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। সৌরভ গাঙ্গুলির বড় ভাই শ্রেয়ার্স গাঙ্গুলিও আমাকে অনেক সহযোগিতা করেছেন। ফলে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।’
জেসি বললেন, ‘বাংলাদেশে ছেলেমেয়ে বলে ক্রিকেটারদের আলাদা করা হয়। কিন্তু ওখানে ব্রেট লিকে যে সম্মান দেখানো হয়েছে, আমাকেও সেই সম্মান দেখানো হয়েছে। আমাকে কখনো নারী ক্রিকেটার হিসেবে সম্বোধন করা হয়নি। আমি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, সেই সম্মানটাই আমাকে জানানো হয়েছে।’
প্রথমে বাংলাদেশ-ভারত ম্যাচসহ মোট তিনটি ম্যাচের ধারাবিবরণী দেওয়ার চুক্তি হলেও জেসির দক্ষতায় চ্যানেল কর্তৃপক্ষ বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটির ধারাবিবরণীর দায়িত্বও তুলে দেয় জেসির কাঁধে। অনেক পরিচয় থাকলেও জেসির ভাষায়, ‘আমার প্রথম পরিচয় আমি একজন ক্রিকেটার। এই পরিচয়টা নিয়েই আমি থাকতে চাই। এই পরিচয়ের সুবাদেই তো ধারাভাষ্যকার হয়ে ওঠা।’