মেরিল–প্রথম আলো পুরস্কার

দেশি–বিদেশি ব্র্যান্ডের পোশাকে তারকারা

২৭ েম সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজন। জমকালো সেই সাঁঝে অভিনেত্রীরা পাশ্চাত্য ধাঁচের নানা পোশাক। তা নিয়ে এবারের আয়োজন।

ফিটফাট সুনেরাহ্‌

কালচে মেরুন রঙের টপ–স্কার্টে সুনেরাহ্
ছবি: নকশা

এ লাইন স্কার্টের সঙ্গে মিলিয়ে টপ পরে হাজির হয়েছিলেন সুনেরাহ্‌ বিনতে কামাল। কালো রঙের মিনিস্লিভের ক্রপ টপের ওপর ছিল চুমকি-পুঁতি দিয়ে আঁকা বর্ণিল ফুল–পাতা। হাতের ব্যাগটি ফ্যাশন ব্র্যান্ড চার্লস অ্যান্ড কিথের। হাতের ঘড়িটি মাইকেল কোর্সের। নিজের মেকআপ করেছেন নিজেই।

সাফার চুলে তারার মেলা

সাফার চুলের সাজ নজড় কাড়ে

মডেল ও অভিনেত্রী সাফা কবিরের চুলের সাজটা যেন বিশেষ নজর কেড়েছিল। লাল ও মেরুন কম্বিনেশনের ঝলমলে কেপ ড্রেস পরেছিলেন সাফা। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে চুলের সামনের দিক সাজিয়েছিলেন রাইন স্টোনে। মনে হচ্ছিল আকাশের সব তারা যেন তার চুলেই নেমে এসেছে। মেরিল–প্রথম আলো অনুষ্ঠানে চুলের সাজ নিয়ে একটু নতুন কিছু করার ইচ্ছা ছিল সাফার। জানালেন, স্প্লেন্ডার বাই আনিকা বুশরা থেকে করিয়েছেন এই চুলের সাজ।

অনন্য মিম

চিরচেনা হাসিতে মিম

বিদ্যা সিনহা মিম বেছে নিয়েছিলেন হালকা নীল রঙের পোশাক। জানালেন, মেরিল–প্রথম আলো পুরস্কারের জন্যই বিশেষভাবে এ পোশাক সংগ্রহ করেছেন। টপ আর লম্বা জ্যাকেটের নকশায় প্রাধান্য পেয়েছে ফ্লোরাল মোটিফ। একরঙা স্কার্টটির কাটে ছিল কিছুটা শাড়ির স্টাইলে কুচির আবহ, যা পুরো পোশাককেই দিয়েছিল ভিন্ন মাত্রা। ছিমছাম মেকআপ আর হালকা গয়নার স্নিগ্ধ সাজেই যেন অনন্য হয়েছিলেন মিম।

লাল গাউনে তাসনুভা তিশা

এই ভাবেই সেজে এসেছিলেন তাসনুভা তিশা

লাল গাউনে একটু ভিন্নভাবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তাসনুভা তিশা। মেরুন ঘের দেওয়া গাউনের ওপরের অংশে ছিল বড় বড় ফুল। বিভিন্ন ধরনের পুঁতি ও পাথর দিয়ে তৈরি হয়েছে এসব ফুল। তাসনুভার এই ঝলমলে সাজসজ্জাকে পরিপূর্ণতা দিয়েছে সাদা মুক্তার এক জোড়া কানের দুল। গাউনটি সংগ্রহ করেছেন আনজারা নামক একটি অনলাইন ব্র্যান্ডশপ থেকে।

গ্লসি লুকে দীঘি

দীঘির সাজে ছিল না কোনো বাড়াবাড়ি

নেটের গাউন পরেছিলেন প্রার্থনা ফারদীন দীঘি। গাউনে ছিল গ্লিটারের কাজ। জানালেন, মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১-এ আসার জন্য পোশাকের চেয়ে সাজগোজের দিকেই মনোযোগটা ছিল বেশি। সব সময়ই উজ্জ্বল মেকআপে সাজতে ভালোবাসেন দীঘি। এবার বেছে নিয়েছেন ডার্ক টোন। পুরো মেকআপেই ছিল গ্লসের প্রাধান্য। চুল বেঁধেছিলেন জমকালো করে, এড়িয়ে গেছেন গয়নার বাহুল্য। কানে দুল, হাতে ঘড়ি আর আংটি পরে দীঘি হেঁটেছিলেন লালগালিচায়।

নিজের করা পোশাকে বিন্দু

শুভ্র সাজে বিন্দু

নিজের বুটিক আফসান বিন্দু ডিজাইনার স্টুিডও েথকে খুব কম সময়ে পোশাকটি বানিয়েছেন অভিনেত্রী আফসানা আরা িবন্দু। সেজেছেন রেড বিউটি পারলার থেকে।

মৎস্যকন্যা মিম মানতাসা

গয়নায় এবং পোশাকে দেখা যায় পাথরের কাজ

হালকা নীল রঙের ঢেউখেলানো গাউনে মুগ্ধতা ছড়িয়েছেন মডেল মিম মানতাসা। তাঁর গাউনের ওপরের অংশে ছিল জড়োয়ার কাজ। গলার ঝলমলে নকশাও ছিল নজরকাড়া। গাউনের নিচের অংশে যোগ করা হয়েছে ফারি ডিজাইন, দেখতে অনেকটাই সমুদ্রের ঢেউয়ের মতো। সর্বোপরি তাঁর পুরো সাজসজ্জা মৎস্যকন্যারূপেই তাঁকে ফুটিয়ে তুলেছে।

স্নিগ্ধ ঐশী

ঐশীর সাজে ছিল স্নিগ্ধতা

অভিনেত্রী ঐশীর পরনে ছিল পিচরঙা গাউন। পেছনের অংশটি একটু লম্বাই ছিল। মসলিন আর সিল্কের মিশেলে তৈরি পোশাকটি বানিয়েছেন তাঁর ব্যক্তিগত ডিজাইনার ফারহান বায়েজিদ। পাফ হাতার গাউনটি মেরিলের রেড কার্পেটে পরার জন্যই বিশেষভাবে বানানো। উঁচু নেকলাইনের পোশাকটির গলা, হাতা আর কোমরে ছিল সোনালি পুঁতির কাজ, গাউনের বুকের ওপর ছড়িয়ে ছিল পিচ রঙের ছোট–বড় পুঁতি। হালকা সোনার গয়না ছিল। গরমের কথা মাথায় রেখে খোঁপাটাও রেখেছিলেন এলো। হালকা মেকআপ আর হালকা রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে খোঁপায় গুঁজে নিয়েছিলেন তিনটি গোলাপ।

কেপ গাউনে অভিজাত তানজিন তিশা

গরমের কথা চিন্তা করেই তানজিন তিশা বেছে নিয়েছেন এই রং

হালকা আকাশি কেপ গাউনের সঙ্গে মেসি বানে অভিজাত সাজে সেজেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। তিশা জানালেন, পোশাকটি ফেস্টিভাইব নামক একটি দেশীয় ব্র্যান্ড থেকে নিয়েছেন। তানজিন তিশার সাজসজ্জায় ছিল পরিমিতিবোধ। হালকা সাজেই অনুষ্ঠানজুড়ে মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী।

অনন্যা শিলা

শিলা আত্ববিশ্বাসের সঙ্গেই বহন করেছেন এই সাজ

ডিজাইনার সাফিয়া সাথির নকশা করা পোশাক পরে এসেছিলেন সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শিলা। টাই-ডাই করা মসলিন টপের সঙ্গে নেট কাপড়ের কালো স্কার্ট। মুক্তা আর পাথরের গয়না মিলিয়ে পরেছিলেন। মেকআপে ছিল না কোনো বাহুল্য। আর পুরো সাজ আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে সবার নজর কেড়েছেন শিলা।

স্মার্ট লুকে পিয়া

মাথা থেকে পা পর্যন্ত সাজে ছিল কালো রঙের প্রাধান্য

একদম আলাদা সাজে ধরা দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। চামড়ার কালো পোশাকে তিনি ছিলেন বেশ সাবলীল। গায়ে জড়ানো টপজুড়ে ছিল সোনালি রঙের গোলাকার ধাতব রিংয়ের নকশা। টপের নিচের অংশে ছিল বেল্ট আর পেনসিল স্কার্ট। কাঁধে ছিল র‌্যাফেলের নকশা। হাতের কালো লেদারের পার্সটি ছিল আলেকজান্ডার ম্যাককুইন ব্র্যান্ডের। গলায় সাপের গয়নাটি তুরস্ক থেকে কেনা। চুলে স্লিক বান আর পায়ে পেনসিল হিলে পিয়ার রেড কার্পেট লুক সম্পূর্ণ হয়। পুরো সাজপোশাক মেরিল-প্রথম আলোর জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে।

গাউনে মাহি

গয়নার কোনো আধিক্য ছিল না মাহির সাজে

প্রথম আলোর এই অনুষ্ঠানের জন্য মাহিয়া মাহি আনজারা থেকে চট করে তুলে নেন গাউনটি। কেননা, নিজেকে জমকালো দেখাতে কালো রঙের ওপরেই বেশি ভরসা করেন তিনি। গাউনটি নেট আর সাটিন কাপড়ের লেসে ডিজাইন করা, নিচের দিকে ছিল কালো পুঁতির ট্যাসেল। ফুলস্লিভের স্বচ্ছ দুই হাতা আবার অ্যাসিমেট্রিক। মিনিমালিস্টিক নুড ও ম্যাট ফিনিশ মেকআপ তিনি নিজেই করেছেন।

নিজস্ব ভঙ্গিতে ইমি

কোঁকড়া চুলে ইমি

লম্বা স্কার্টের সঙ্গে পিঠখোলা টপ পরেছিলেন মডেল ইমি। ছেড়ে রাখা কোঁকড়া চুলে বরাবরের মতোই নিজস্ব স্টাইলে ইমি হেঁটেছেন লালগালিচায়।

স্টাইলিশ ভাবনা

ভাবনায় ভাবনায় ছিল স্টাইলিশ লুক

আশনা হাবিব ভাবনা যে কালো বডি হাগিং স্লিভলেস স্লিট গাউন পরেছেন, সেটি ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ভারসাচে থেকে নেওয়া। হাতের ক্লাচটি নিয়েছেন মার্কিন ব্র্যান্ড জুসি কুটর থেকে। আর হিল জোড়া নিয়েছেন আরেক ইতালীয় লাক্সারি ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানা থেকে। গলার হার আর কানের দুল ধার করেছেন মায়ের কাছ থেকে। এ গয়নাগুলো মাকে তাঁর বাবা কিনে দিয়েছিলেন কোনো এক বিবাহবার্ষিকীতে। ২০১৮ সালের শুরুতে রেড স্প্যারো সিনেমার প্রচারণায় হলিউড তারকা জেনিফার লরেন্সকে এ রকম একটি গাউনে দেখা গিয়েছিল।