বলিউড তারকা—এই পরিচয়ের বাইরে ফ্যাশন আর স্টাইল আইকন হিসেবেও শহীদ কাপুরের নামডাক আছে। ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ৩ কোটি ২৮ লাখ। ছবি আর ক্যাপশনে জেনে নেওয়া যাক এই তারকার জীবনযাপন আর লাইফস্টাইল নিয়ে।
১৯৮১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন শহীদ কাপুর। বলিউডের প্রথম সারির তারকাদের একজন তিনি। তাঁর বাবা পঙ্কজ কাপুরও বলিউড তারকা, মা নীলিমা আজিম অভিনেত্রী ও নৃত্যশিল্পী, ছবিতে শহীদ কাপুর ও তাঁর ভাই ঈশান খাট্টার শহীদের মা নীলিমার দ্বিতীয় স্বামী রাজেশ খাট্টার। এই ঘরেই জন্ম হয় ঈশান খাট্টারের। তাই শহীদ কাপুর আর ঈশান খাট্টার ভাই। ছবিতে শহীদ কাপুর ও তাঁর মা শহীদ কাপুর আর ঈশান খাট্টার দুই ভাইশহীদ কাপুরের ডাকনাম ডোডো, শাশা, শাকপাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার শহীদ কাপুরের ওজন ৭০ কেজি২০০৩ সালে ‘ইশক ভিশক’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ‘ইশক ভিশক’, ‘হায়দার’ ও ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় অভিনয় করে তিনি তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পান‘চকলেট বয়’ শহীদ কাপুরের প্রেমিকার সংখ্যা নেহায়েত কম নয়। সেই তালিকায় রয়েছে হৃষিকা ভাট, সানিয়া মির্জা, কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া২০১৫ সালের ৭ জুলাই নিজের চেয়ে ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ কাপুর। ফ্যাশন আইকন হিসেবে জায়গা করে নিয়েছেন মীরাওএই দম্পতির দুই সন্তান, মিশা কাপুর (২০১৬) ও জৈন কাপুর (২০১৮), ছবিতে বাবার সঙ্গে মিশা . বাসায় রান্না করা যেকোনো খাবারই খেতে ভালোবাসেন তিনি। তবে দই দিয়ে পোলাও শহীদ কাপুরের সবচেয়ে প্রিয়শহীদের প্রিয় অভিনেতাদের ভেতরে রয়েছে তাঁর বাবা পঙ্কজ কাপুর ও হলিউড তারকা টম হ্যাঙ্কস। অভিনেত্রীদের ভেতর রয়েছেন মাধুরী দীক্ষিত, স্কারলেট জোহানসন, জুলিয়া রবার্টসশহীদের প্রিয় রং সাদা, কালো আর নীলপোরশে, মার্সিডিজ, জাগুয়ার, রেঞ্জ রোভার ভোগসহ বেশ কিছু মডেলের গাড়ি আছে শহীদের কালেকশনে। আছে হারলে ডেভিডসন ফ্যাট বয়, ইয়াহামা এমটি জিরো ওয়ানসহ কয়েকটি বাইকসিনেমা, এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, ব্যবসা, বাড়ি, গাড়ি, কার—সব মিলিয়ে শহীদের মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকাসূত্র: কে নলেজ ডট কম, স্টার সানফোল্ডেড ডট কম ও ইনস্টাগ্রাম